Singham Again: এবার রোহিত শেট্টির কপ ইউনিভার্সে ‘চুলবুল পাণ্ডে’?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 29, 2023 | 6:41 PM

Singham Again: এরই মাঝে আবার চর্চায় জায়গা করে নিয়েছে এক নতুন জল্পনা। শোনা যাচ্ছে এই কপ ইউনিভার্সের অংশ হতে চলেছেন এবার চুলবুল পান্ডে। অর্থাৎ বলিউড ভাইজান সলমন খান এবার রোহিত শেট্টির ছবিতে। বিভিন্ন পুলিশ চরিত্রকে যত্ন করে প্রতিটি পর্বে যেভাবে ফুটিয়ে তুলেছেন রোহিত সেই তালিকায় চুলবুল পান্ডে কতটা ফিট, তা নিয়েও আবার এক শ্রেণির কপালে এখন চিন্তার ভাঁজ।

Singham Again: এবার রোহিত শেট্টির কপ ইউনিভার্সে চুলবুল পাণ্ডে?

Follow Us

বেশ কয়েকদিন ধরে চর্চার কেন্দ্রের জায়গা করে নিয়েছে রোহিত শেট্টির আগামী ছবি সিংঘম এগেইন। এই ছবির ক্লাইমেক্স দৃশ্য অর্থাৎ শেষ অংশে রয়েছে একগুচ্ছ চমক। শুধু শেষ অংশটুকুই শুট করতে নাকি খরচ পড়ছে ২৫ কোটি টাকা। এই পর্বের মূল অভিনেতা অজয় দেবগন হলেও প্রতিবারের মতো এবারেও কপ ইউনিভার্সের প্রতিটি সদস্যই থাকছেন ছবিতে। একদিকে যেমন শোনা যাচ্ছে ছবিতে থাকতে চলেছেন রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, তেমনই আবার শোনা গিয়েছিল ছবিতে থাকতে চলেছেন দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর। দীপিকা ও টাইগার-এর লুক ইতিমধ্যে সামনে আসলেও এখনও পর্যন্ত করিনা কাপুরকে নিয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি।

এরই মাঝে আবার চর্চায় জায়গা করে নিয়েছে এক নতুন জল্পনা। শোনা যাচ্ছে এই কপ ইউনিভার্সের অংশ হতে চলেছেন এবার চুলবুল পান্ডে। অর্থাৎ বলিউড ভাইজান সলমন খান এবার রোহিত শেট্টির ছবিতে। বিভিন্ন পুলিশ চরিত্রকে যত্ন করে প্রতিটি পর্বে যেভাবে ফুটিয়ে তুলেছেন রোহিত সেই তালিকায় চুলবুল পান্ডে কতটা ফিট, তা নিয়েও আবার এক শ্রেণির কপালে এখন চিন্তার ভাঁজ। তবে এই ছবিতে যদি সত্যি সলমন খান থাকেন তবে ব্যাপক স্টারকাস্ট সিংঘম এগেইন হয়ে উঠতে পারে বলিউডের অন্যতম চর্চিত ছবি। বর্তমানে বলিউডের বক্স অফিস ফুলে চেপে উঠেছে। ১২০০ কোটির দরজায় পৌঁছে যাচ্ছে এক একটি ছবি। ফলে দর্শকদের পাতে এখন সেরার সেরা ছবি তুলে দিতে মরিয়া পরিচালক থেকে প্রযোজক। তাই নিজের আগামী ছবি নিয়ে ভীষণ যত্নশীল রোহিত। দর্শকদের জন্য সাজিয়ে রাখছেন পরতে পরতে নানান চমক। কয়েক বছর ধরেই শোনা গিয়েছিল কপ ইউনিভার্রসের কাজ করতে পারেন সলমন খান। তবে দাবাংস্টার যে আগামী ছবিতেই জায়গা করে নেবেন, সে অনুমান অনেকেই হয়তো করেননি। যদিও এই খবরে এখনও পর্যন্ত সিলমোহর দেয়নি ছবির পরিচালক কিংবা প্রযোজনা সংস্থা। তবে বলিউডে কান পাতলেই এমনই জল্পনা তুঙ্গে।

Next Article