বিভিন্ন ছবির শুটিং সেটে বিভিন্ন গল্প তৈরি হয়, কোনও গল্প সুখকর কোনও গল্প আবার ভয়ানক, অভিনেতাদের সঙ্গে সে স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। সুন্দর স্মৃতি তো মুঠো মুঠো তৈরি হয়, তবে ভূতুড়ে স্মৃতি কি সকলের জীবনে সুখকর হয়? একেবারেই নয়। শুটিং সেটে গিয়ে অলৌকিক বা অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এমন অনেক স্টারই রয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনেতা রণবীর সিং। বাজিরাও মস্তানি ছবির শুটিং-এর সময় তিনি এক ভয়ানক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তাঁর কথায়, এই ছবির শুটিং এমনিতেই ছিল চ্যালেঞ্জের, তিনি যখন চরিত্র রপ্ত করতে মরিয়া, সেই সময় তাঁর চারপাশে এমন কিছু ঘটনা ঘটছিল যা তাঁর মনঃসংযোগ নষ্ট করছিল।
রণবীর সিং-এর ধারণা তিনি সবসময় তাঁর আশেপাশে কারুর একজনের উপস্থিতি অনুভব করতেন। তিনি বুঝতে পারতেন, সমান তালে কেউ একজন যেন তাঁকে ফলো করে চলেছেন। একটা সময় রণবীর সিং বিশ্বাস করতে শুরু করেন তিনি হয়তো খোদ বাজিরাও। এক সাক্ষাৎকারের রণবীর বলেছিলেন তিনি ঠিক কী করবেন বুঝতে পারছিলেন না। তাঁর সেই অলৌকিক শক্তির মুখোমুখি দাঁড়ানো উচিত, বিষয়টা থেকে সরে যাওয়া উচিত, তাঁর কী করা উচিত? এখানেই শেষ নয়, তাঁদের শুটিং সেটে একটি কালো দেওয়াল ছিল। যেখানে সাদা ধুলো লেগে ছিল।
সেই ধুলো দিয়েই যেন কেউ একজন এঁকে দিয়েছিলেন বাজিরাওয়ের ছবি। টিকাল নাক চোখ শরীর সবটাই ছিল একেবারে বাজিরাওয়ের। সকলেই দেখেছিলেন সেই ছবি। যদিও একটা সময়ের পর রণবীর সিং নিজেকে বোঝাতে শুরু করেন তাঁকে কাজে মন দিতে হবে। তিনি যা ভাবছেন, যা অনুভব করছেন, সবটাই তাঁর মনের ভুল। যদিও রণবীর সিং কখনই বিশ্বাস করেন না, যে যা ঘটে গিয়েছে সেগুলো সত্যি তাঁর মনের ভুল। এ কথা তিনি তাঁর সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছিলেন। শুধু কাজটা মন দিয়ে মেটানোর জন্যই তিনি সেই মুহূর্তে নিজেকে শক্ত করে পরিস্থিতিকে এড়িয়ে গিয়েছিলেন মাত্র।