Koffee With Karan: করণের শোয়ে থাকতে চলেছেন কার্তিক? জল্পনা প্রকাশ্যে আসতেই অবাক নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 12, 2023 | 2:17 PM

karan-Kartik: তখন সবে মাত্র সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা শোক থেকে বেরিয়ে স্বাভাবিক হচ্ছে বলিউড, সেই সময় কার্তিক আরিয়ানের এই পরিস্থিতি দেখে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রকাশ্যে বলেছিলেন, 'আরেকটা সুশান্ত তৈরি করবেন না'। এরপর কেটেছে অনেকটা সময়।

Koffee With Karan: করণের শোয়ে থাকতে চলেছেন কার্তিক? জল্পনা প্রকাশ্যে আসতেই অবাক নেটপাড়া
করণ জোহর

Follow Us

অবশেষে গলছে অভিমানের বরফ। বলিউডে নজর রাখছে তেমনই ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। কারণ একযোগে যখন করণ জোহর ও কার্তিক আরিয়ানের নাম উল্লেখ করা হয়, অতীত যেন পলকে সামনে চলে আসে। কার্তিক আরিয়ান একটা সময় বলিউডে দস্তুর মতো কাজ করছিলেন। হঠাৎই ঘটে ছন্দপতন। পলকে যেন সবটা পাল্টে যায়। করণ জোহর স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আর কার্তিকের সঙ্গে কাজ করবেন না। আর এই ঘোষণার পর থেকেই কার্তিক আরিয়ানের হাত থেকে চলে যেকে থাকে একের পর এক ছবি। সলমন খানও একই মর্মে জানিয়ে দিয়েছিলেন তিনি কাজ করতে চান না কার্তিকের সঙ্গে।

তখন সবে মাত্র সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা শোক থেকে বেরিয়ে স্বাভাবিক হচ্ছে বলিউড, সেই সময় কার্তিক আরিয়ানের এই পরিস্থিতি দেখে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রকাশ্যে বলেছিলেন, আরেকটা সুশান্ত তৈরি করবেন না। এরপর কেটেছে অনেকটা সময়। পরিস্থিতি বদল ঘটেছে কার্তিকের একটা বাজিতেই। আর তা হল ভুল ভুলাইয়া ২ ছবি। প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন এই ছবি ফ্লপ হবে। তবে তা বক্স অফিসে এমন জায়গা করে নেয়, যে রাতারাতি সকলের নজরের কেন্দ্রে চলে আসেন কার্তিক আরিয়ান।

অনেকেই তারপর থেকে কার্তিকের সঙ্গে ছবি করতে আগ্রহী হয়ে পড়েন। রাতারাতি বহু ছবির প্রস্তাব পান বলিউডের শাহেজ়াদা। ধীরে ধীরে সুর নরম করেন করণ জোহরও। একবার কফি উইথ করণ-এ এসে এক সেলেব ফোন করেছিলেন কার্তিককে। তখন করণ হাসি মুখে কথা বলেছিলেন। তখনই মিলেছিল আভাস। এবার তবে বলিপাড়া যে খবর শোনা যাচ্ছে তাতে রীতিমত চমকে গেলেন সকলেই। কফি উইথ করণ সিজ়ন ৮-এ  নাকি আসতে চলেছেন কার্তিক আরিয়ান। খবর যদি সত্যি হয়, তবে কোথাও গিয়ে যেন এই পর্ব দর্শক মনে ঝড় তুলবে বলেই একশ্রেণির বিশ্বাস।