১১ অক্টোবর ৮১তম জন্মদিত ছিল অমিতাভ বচ্চনের। সকলেই এই বিশেষ দিনে তাঁরে শুভেচ্ছা জানালেও, কোথাও গিয়ে যেন তালিকা থেকে বাদ পড়ে গেলেন একদা চর্চিত জুটি তথা জনপ্রিয় স্টার জ়িনাত আমন। তবে সত্যি বাদ পড়লেন তিনি। রাত পোহাতেই বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। তবে সঙ্গে রইল এক দীর্ঘ পোস্ট। যেখানে উঠে এল তাঁর এক তিক্ত অভিজ্ঞতার কথা। যা দেখে অনেকেই স্পষ্ট বুঝে নিলেন, জিনাত মোটেও খুব একটা ভাল স্মৃতিভার বইছেন না। বরং অভিমান কোথিও গিয়ে যেন আজও রয়ে গিয়েছে মনের কোণে। জ়িনাত আমন বরাবরই তাঁর কাজ নিয়ে বিশেষ সচেতন। তাই ঘড়ি ধরেই চলার চেষ্টা করে থাকেন প্রতি নিয়ত। কিন্তু সেই জ়িনাতকেই এবার হতে হয়েছিল অপমান।
ঠিক কী ঘটেছিল-
জ়িনাত চান না কোন সালের ঘটনা তা উল্লেখ করতে, জ়িনাত চান না কোন ছবি, তা জানাতে। তবে ঘটনার বিবরণ দিলেন তিনি। তাঁর কথায়, মর্নিং শিফটে শুটিং ছিল। তিনি যথা সময় পৌঁছে গিয়েছিবেন সেটে। কিন্তু হাজির হননি বিগ বি। সকলেই অপেক্ষা করছিলেন তাঁর। ১৫ মিনিট, ৪৫ মিনিট এমনটি কেটে যায় একটা ঘণ্টা। তাঁকে বলা হয়েছিল অমিতাভ এলে কাজ শুরু করা হবে। তিনি অপেক্ষায় ছিলেন। এমন সময় তাঁকে কেউ একজন এসে খবর দিয়ে যান অমিতাভ বচ্চন এসে গিয়েছেন। গাড়ি থেকে নেমে সোজা চলে গিয়েছেন শুটিং সেটে। এরপর সেটে হাজির হন জ়িনাত, অমনি এক মদ্যপ পরিচালক বিশ্রিভাবে অপমান করতে শুরু করে দেন জ়িনাতকে। যা দেখে তিনি এক কথায় অবাক হয়ে যান।
বুঝতে পারছিলেন না কেন তাঁর সঙ্গে এমনটা ঘটছে। মুহূর্তে তাঁর চোখে চলে আসে জল। পরিচালকের ধারণা জিনাতের জন্যই নাকি সকলে অপেক্ষা করছিলেন। যেটা বাস্তব নয়। এরপর বলে দেওয়া হয় আজ কাজ বন্ধ। জ়িনাত দৌরে নিজের মেকআপ রুমে চলে যান। এরপরই এক পরিচালক ও অমিতাভ তাঁর কাছে আসে। ক্ষমা চান তাঁরা। অমিতাভ স্বীকার করে নেন তাঁর জন্যই এসব ঘটেছে। এবার শুটে ফেরা যাক। কিন্তু তখন শুটে ফেরার মানসিকতা ছিল না জ়িনাতের। তিনি মেনে নিতে পারেননি পরিস্থিতি। যদিও কিছুটা সময় পর তিনি শুটিং সেটে ফেরেন। ক্ষমা করে দিয়েছেন তিনি অমিতাভকে। কিন্তু সেদিন পরিচালকের করা ব্যবহার আজও ভোলেননি তিনি।