Jab We Met Sequel: ‘জব উই মেট’-এর সিকুয়্যেলে ফের কি জুটি বাঁধবেন দুই প্রাক্তন শাহিদ-করিনা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 16, 2023 | 5:45 PM

Shahid-Kareena: 'জব উই মেট' ছবির শুটিংয়ের সময় থেকে মনোমালিন্য হতে শুরু করে করিনা-শাহিদের। প্রেম ভাঙে তাঁদের। রাস্তা আলাদা হয়ে যায় এই দুই তারকার। এমনকী, বন্ধুত্বটুকুও নেই।

Jab We Met Sequel: জব উই মেট-এর সিকুয়্যেলে ফের কি জুটি বাঁধবেন দুই প্রাক্তন শাহিদ-করিনা?
'জব উই মেট' ছবির সিকুয়্যেলে পরিচালক ইমতিয়াজ় আলির সঙ্গে শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান।

Follow Us

‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’-র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান। তারপর আসে তাঁদের কেরিয়ারের ব্লকবাস্টার ছবি। সেই ছবির নাম ‘জব উই মেট’। ছবিতে এক চুলবুলি দূরন্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন করিনা। বিপরীতে ততধিক শান্ত ছেলে আদিত্যর চরিত্র দেখা গিয়েছিল শাহিদকে। সেই শেষ। তারপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি এই তারকা জুটিকে। কারণ, তাঁদের ব্যক্তিগত জীবনের রসায়ন। একটা সময় শাহিদ এবং করিনা বলিউডের অন্যতম চর্চিত যুগলের মধ্যে একটি ছিলেন। তাঁদের সম্পর্ক ছিল ৪ বছরের। তাঁদের প্রেমের কাহিনি নিয়ে অনেক গল্প শোনা যেত বলি অন্দরে। ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময় থেকে মনোমালিন্য হতে শুরু করে করিনা-শাহিদের। প্রেম ভাঙে তাঁদের। রাস্তা আলাদা হয়ে যায় এই দুই তারকার। এমনকী, বন্ধুত্বটুকুও নেই।

এর কেটে গিয়েছে অনেকগুলো বছর। শাহিদের সঙ্গে বিয়ে হয়েছে মীরা রাজপুতের। দুই সন্তানকে নিয়ে তাঁদের সুখী সংসার। অন্যদিকে করিনা বিয়ে করেছেন পতৌদি পরিবারের রাজপুত্র, অর্থাৎ ছোটে নবাব সাইফ আলি খানকে। তাঁরও দুটি পুত্র সন্তান – তৈমুর এবং জেহ। এখন শোনা যাচ্ছে, ‘জব উই মেট’ ব্লকবাস্টারের সিকুয়্যেল তৈরি হবে। আর সিকুয়্যেল মানেই সেখানে শাহিদ-করিনার ফের একসঙ্গে কাজ করার সম্ভাবনা। এই সম্ভাবনা কি সত্যি হবে? নাকি ব্যক্তি সম্পর্কের কারণে দু’জনেই পিছু হটবেন।

উল্লেখ্য, বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ এবং করিনা। তবে একে-অপরের বিপরীতে তাঁদের দেখা যায়নি। তাঁদের একসঙ্গে কোনও দৃশ্যেও দেখা যায়নি। তবে তাঁদের নাকি জুটি হিসেবে আবারও দেখা যেতে পারে ‘জব উই মেট’ ছবির সিকুয়্যেলে। অনুরাগীরা বলছেন, মেলালেন তিনি মেলালেন। অর্থাৎ, ইমতিয়াজ আলিকে বাহবা দিচ্ছেন অনেকেই। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘জব উই মেট’। ইমতিয়াজ আলির কেরিয়ারের অন্যতম সকল ছবি এটি।