অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবি ‘লস্ট’; ক্রাইম রিপোর্টারের ভূমিকায় ইয়ামি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 13, 2021 | 6:07 PM

ছবির একটি পোস্টার সোশ্যাল মিজিয়ায় শেয়া করে ইয়ামি লিখেছেন, "আরও একটি রোমহর্ষক থ্রিলার। আজকের সময়ের তুলনা অনেকটাই প্রাসঙ্গিক এই গল্প"।

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবি লস্ট; ক্রাইম রিপোর্টারের ভূমিকায় ইয়ামি
ইয়ামি গৌতম (ইনস্টাগ্রাম)

Follow Us

অমিতাভ বচ্চন, তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ তাঁর শেষ পরিচালিত ছবি। মাঝে তৈরি করেছেন দুটি ওয়েব সিরিজ – ‘পরছাই: গোস্ট স্টোরিজ বাই রাস্কিন বন্ড’ ও ‘ফর্বিডেন লাভ’। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবিটির বিষয়বস্তু। জানালেন, কারা কারা অভিনয় করবেন তাতে। ছবির নাম ‘লস্ট’। লিখেছেন শ্যামল সেনগুপ্ত ও রীতেশ শাহ।

ছবিতে এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন ইয়ামি গৌতম। ছবির একটি পোস্টার সোশ্যাল মিজিয়ায় শেয়া করে ইয়ামি লিখেছেন, “আরও একটি রোমহর্ষক থ্রিলার। আজকের সময়ের তুলনা অনেকটাই প্রাসঙ্গিক এই গল্প”। ছবিতে তাপসী ছাড়াও কাজ করছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, তুষার পাণ্ডের মতো অভিনেতারা।

বাঙালি পরিচালক কলকাতাকেই বেছে নিয়েছেন ছবির বিষয়বস্তু হিসেবে। সেখানে জায়গা করে নিয়েছে তদন্তমূলক কাহিনির রসদ। ছবি সম্পর্কে অনিরুদ্ধ বলেছেন, “একটি একটি ইনভেস্টিগেটিভ ড্রামা। প্রতিশ্রুতি, দায়িত্ববোধ, একে অপরের হাত ধরা ও সহানুভূতির মিশেলে ছবিটা তৈরি করছি। ছবি বানানোর সময় সামাজিক দায়বদ্ধতার কথা সবসময় মাথায় রাখি। চারপাশের পরিবেশের কথা মাথায় রাখি। এককথা বলতে, “লস্ট একটি ইমোশনাল থ্রিলার।”

আরও পড়ুন: যশপাল শর্মার মৃত্যুতে শোকপ্রকাশ ‘৮৩’ ছবির অনস্ক্রিন ‘যশপাল’ যতীন শর্নার

Next Article