Jaya Bachhan: সব সময় কেন মেজাজ সপ্তমে জয়া বচ্চনের? উত্তর দিলেন নিজে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 09, 2023 | 12:25 PM

Jaya Bachhan Bollywood: দীর্ঘদিন বড় পর্দায় দেখা মেলেনি তাঁর। তবে এবার ফিরছেন জয়া। চলতি বছরের জুলাইয়ে করণ জোহারের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানাী'-তে দেখা যাবে তাঁকে।

Jaya Bachhan: সব সময় কেন মেজাজ সপ্তমে জয়া বচ্চনের? উত্তর দিলেন নিজে
সব সময় কেন মেজাজ সপ্তমে জয়া বচ্চনের? উত্তর দিলেন নিজেই

Follow Us

সাংবাদিকদের সঙ্গে মাঝেমধ্য়েই বিতর্কে জড়ান জয়া বচ্চন (Jaya Bachhan)। বদমেজাজি, রুক্ষ স্বভাবের জন্য বলিউডে বেশ পরিচিতি আছে তাঁর। প্রায়শই মেজাজ হারান। প্রকাশ্যেই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার করে বসেন। সেই সব ভিডিয়ো ভাইরালও (Viral) হয় সোশ্য়াল মিডিয়ায়। বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলেই শোনা যায় ভীষণ মুডি মিসেস বচ্চন। নিজের বক্তব্য, ভাবধারা নিয়ে সদা সচেতন জয়া। না বলে তাঁর ছবি তোলা একেবারে না পসন্দ তাঁর। নেটিজ়েনরাও তাঁর এই ব্যবহারে বেজায় খচে যান। তবে এবার তাঁর রাগের কারণ ব্য়াখা করলেন নিজেই। কী বলছেন অভিনেত্রী?

সম্প্রতি ভাইরাল হয়েছে এক পুরনো ভিডিয়ো। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “কেউ যদি আমার সামনে ভুল কিছু করে, আমি তা দেখে চুপ করে থাকতে পারি না। আমি উত্তর দেবই। আমি আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারিনা। যা বলব বা করব সব সামনা-সামনি।” তিনি আরও বলেন, ” লোকজনের বোকামির জন্য আমার কাছে সময় নেই। যদি আমার, আপনার থেকে কিছু শেখার হয় আমি নিশ্চই শিখব। তখন আমায় আর বদমেজাজি মনে হবে না। তবে কোনও বোকামির জন্য আমি মেনে নেব না আর তার জন্য সময়ও নেই আমার।  আমি বদমেজাজি হিসেবেই ঠিক আছি। কেউ অযথা আমার মূল্যবান সময় নষ্ট করবে তা মেনে নেব না।” অন্যদিকে মায়ের রাগ নিয়ে মুখ খুলেছেন মেয়ে শ্বেতাও। শ্বেতার কথায়, “না বলে ছবি তোলাটা, একেবারেই পছন্দ করেন না মা। এবং খুব ভিড়ে মায়ের দম বন্ধ লাগে। তাই তাঁর আশেপাশে খুব বেশি লোকজন ভিড় করলে রেগে জান। ”

স্বামী অমিতাভ তাঁকে প্রতিক্রিয়াশীল বলেন ঠিকই,তবে তাতেও খুব একটা কান দেন না জয়া। তিনি স্বাধীনচেতা, কে কী বলল তাতে কিচ্ছুটি আসে যায় না তাঁর। প্রসঙ্গত, সেই শেষ ২০১৩ তে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘সানগ্লাস’-এ দেখা গিয়েছিল তাঁকে। তারপর কেটে গিয়েছে বহু বছর। দীর্ঘদিন বড় পর্দায় দেখা মেলেনি তাঁর। তবে এবার ফিরছেন জয়া। চলতি বছরের জুলাইয়ে করণ জোহারের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানাী’-তে দেখা যাবে তাঁকে। এই ছবিতে জয়ার সহ-অভিনেতা ধর্মেন্দ্র, রণবীর সিং ও আলিয়া ভাটরাও। রয়েছেন শাবানা আজমিও।

Next Article