গার্হস্থ্য হিংসার শিকার সেলিনা জেটলি! স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে ছুটলেন আদালতে
বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের মা হন সেলিনা। ২০১৭ সালে ফের যমজ পুত্র সন্তান হয় তাঁর। তবে বিরল রোগের কারণে, এক সন্তানকে হারান সেলিনা। সেই সময় সেলিনার জীবন দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। তবে নিজেকে সামলে নিয়ে ছিলেন সেলিনা।

গার্হস্থ্য হিংসার শিকার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে মুম্বই আদালতে মামলা ঠুকলেন অভিনেত্রী। মুম্বই আদালতের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে সেলিনার স্বামী পিটারকে। স্বামীর বিরুদ্ধে সেলিনা অভিযোগ করে জানিয়েছেন, বহুদিন ধরে স্বামীর কাছে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। অভিযোগের পক্ষে নাকি তিনি উপযুক্ত প্রমাণও দিয়েছেন আদালতে। সেলিনার থেকে তাঁর দুই সন্তানকে স্বামী পিটার নাকি কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হিসাবে ধার্য করা হয়েছে।
২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন সেলিনা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের মা হন সেলিনা। ২০১৭ সালে ফের যমজ পুত্র সন্তান হয় তাঁর। তবে বিরল রোগের কারণে, এক সন্তানকে হারান সেলিনা। সেই সময় সেলিনার জীবন দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। তবে নিজেকে সামলে নিয়ে ছিলেন সেলিনা।
কয়েকদিন আগেই সেলিনা দিল্লি হাই কোর্টে ভাইয়ের হয়ে একটি পিটিশন দাখিল করেছেন সেলিনা। অভিনেত্রীর ভাই, অবসরপ্রাপ্ত মেজর বিক্রান্ত জেটলি, সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) টানা ১৪ মাস ধরে আটক রয়েছেন বলে খবর। এই পিটিশনে সেলিনা আবেদন জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) যেন তাঁর ভাইয়ের আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা নিশ্চিত করে। তাঁর অভিযোগ, বিক্রান্তকে “অবৈধভাবে অপহরণ ও আটক” করা হয়েছে। বিচারপতি সচিন দত্তের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় কেন্দ্রের পক্ষের আইনজীবী নিধি রমন আদালতকে জানান, বিক্রান্ত একটি বিশেষ মামলার সঙ্গে যুক্ত থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং মন্ত্রণালয় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে।
সেলিনা আদালতের কাছে আবেদন করেছেন, তাঁর ভাইয়ের জন্য পর্যাপ্ত আইনি সহায়তা, নিয়মিত কনস্যুলার অ্যাক্সেস এবং সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়া হোক। তাঁর দাবি, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পরিবারকে বিক্রান্তের স্বাস্থ্য বা মামলার অগ্রগতি সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। আর এবার সেলিনার সংসারে উঠল ঝড়।
