বয়স মাত্র ৩২। অল্প বয়সেই সার্ভাইকাল ক্যানসার বাসা বেঁধেছিল শরীরে। অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্র-সকালে বলিপাড়ায় শোকের ছায়া। পুনমের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না বলিউড। প্রিয় অভিনেত্রী নেই তা কিছুতেই হজম করতে পারছেন না ভক্তরাও। এই সেদিনের কথা, গোয়ায় গিয়েছিলেন ঘুরতে। সেখানকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। এখনও ইন্সটাগ্রামে জ্বলজ্বল করছে সেই পোস্ট, তবে পুনম আর নেই। এখনও পুনমের সেই পোস্টে নানা মন্তব্য করে চলেছেন ফ্যানেরা। বেশিরভাগ ভক্তই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি আর নেই।
শুক্রবার সকালে পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর ম্যানেজার পারুল চাওলা এই খবর প্রকাশ্যে এনেছেন।জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ম্যানেজার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। তিনি এও জানান, ভক্তরা মেনে নিতে পারছেন না পুনম আর নেই। তিন দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তিনি। সেই পোস্টে আবেগঘন মন্তব্য করছেন ফ্যানেরা।
তিনদিন আগে কি তবে গোয়াতেই ছিলেন পুনম? হঠাৎ কি তাহলে শারীরিক অবস্থার অবনতি হয়? এ সব প্রশ্ন ঘোরাফেরা করছে ভক্তমহলে। বরাবরই খোলামেলা পোশাকে নিজেকে মেলে ধরতে পছন্দ করতেন পুনম। শেষ ইনস্টাগ্রাম পোস্টেও বুক খোলা পোশাকে ধরা দেন। সাদা কালো পোশাকে গোয়ায় প্রোমোদতরীতে দেখা যায় তাঁকে। ইনস্টাগ্রাম ভিডিয়োয় দেখা যায়, সাবলীল ভঙ্গিতে হেঁটে চলেছেন। গোয়ার সেই ছবির ক্যাপশনে জীবনের ভারসাম্য নিয়েও দু’ লাইন লিখেছিলেন, যার বাংলা তর্যমা করলে দাঁড়ায়, সাদা-কালোই জীবনের ভারসাম্য রক্ষা করে। কে জানতো তার ঠিক তিন দিন পরই চিরঘুমে চলে যাবেন পুনম!