আলিয়া ভাটের (Alia Bhatt) কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘উড়তা পঞ্জাব’ (Udta Punjab)। এই ছবির মাধ্যমে বহু প্রশংসা কুড়িয়ে নিয়েছেন আলিয়া। অভিষেক চৌবে পরিচালিত এই ছবিতে আলিয়ার সহ-অভিনেতা হিসেবে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ও শাহিদ কাপুর। চরিত্রের জন্য আলিয়াকে গড়েপিঠে নিয়েছিলেন পঙ্কজ। রীতিমতো চলত ক্লাস। শুটিং-এর সেই সব আনকাট মুহূর্তের কথা শেয়ার করলেন আলিয়া। কী বলছেন ‘উড়তা পঞ্জাব’-এর কুমারী পিঙ্কি?
‘উড়তা পঞ্জাব’-এ বিহারের এক পরিযায়ী শ্রমিকের ভূমিকায় দেখা গিয়েছিল আলিয়া ওরফে পিঙ্কিকে। সে হকি খেলতে চায়। এবং হকি খেলার জন্য কী-কী প্রতিকূলতাকে জয় করতে হয়েছিল, তাই-ই দেখানো হয়েছিল এই ছবির মাধ্যমে। ‘উড়তা পঞ্জাব’-এ আলিয়ার পরিণত অভিনয় নজর কেড়েছিল দর্শকের। তবে এর নেপথ্য় নায়ক তাঁর সহ-অভিনেতা পঙ্কজ। বিহারের বাসিন্দা হওয়ার সুবাদে সেখানকার আদবকায়দা সবটাই জানা পঙ্কজের। চরিত্রের জন্য় আলিয়াকে তাই শিখিয়ে-পড়িয়ে নিতেন তিনি। আলিয়া জানান, নিয়মিত পঙ্কজ সাহেবের কাছে ক্লাস করতেন তিনি। পরিচিত হওয়ার চেষ্টা করতেন বিহারের সংস্কৃতির সঙ্গে। শুধু তাই-ই নয়, শুটিং-এর সময় অনেক কিছুই ত্যাগ করেছিলেন আলিয়া। সবরকমের আমোদ-প্রমোদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। ফোন ব্যবহার বন্ধ করে দেন। বিনোদনের সঙ্গেও যোগ ছিল না কোনও। শুটিং-এর পর বাকি সময়টা শুধুমাত্র সাধারণ বাসিন্দাদের সঙ্গে সময় কাটাতেন। তাঁদের সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করতেন। আলিয়ার কথায়, “অভিনেত্রী হিসেবে চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে চেয়েছিলাম। ” তাঁর এই কঠোর নির্বাসনের ফল ফুটে উঠেছিল স্ক্রিনে। যার জন্য় সেইসময় প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আলিয়া।
২০১২ সালে দর্শকের দরবারে প্রথমবার নায়িকা হিসাবে নিজেকে মেলে ধরার সুযোগ পান আলিয়া। পরিচালক-প্রযোজক করণ জোহরের হাত ধরে বলিউডের নায়িকা হিসাবে প্রথমবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে পরিচিত হন স্টার কিড আলিয়া ভাট। প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্য়া ইয়ার’-এর পারফরম্যান্সের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সেই বছরই ইমতিয়াজ় আলি পরিচালিত ‘হাইওয়ে’-তে ফের নিজের জাত চিনিয়ে ছিলেন আলিয়া। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর রোম্যান্টিক নাায়িকার খোলস থেকে বেরিয়ে একেবারে অন্য ধরনের চরিত্রে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিলেন। বর্তমানে বলিউডের পাশাপাশি হলিউডের পা বাড়িয়েছেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর ছবি ‘হার্ট অফ স্টোন।’ অন্যদিকে বলিউডে আলিয়ার আগামী রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।