কেমন আছেন করোনা আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী?

May 13, 2021 | 10:22 PM

বৃহস্পতিবার টিভিনাইন বাংলার তরফে ফোনে যোগাযোগ করা হলে নিজেই ফোন ধরেন পরিচালক। তিনি জানান, "আগের থেকে অনেকটা ভাল আছি আজকে। সমস্যাগুলোও আস্তে আস্তে ঠিক হচ্ছে।"

কেমন আছেন করোনা আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী?
হরনাথ চক্রবর্তী।

Follow Us

কোভিড টিকার দুটি ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী। দিন দুয়েক আগে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এখন কেমন আছেন তিনি?

বৃহস্পতিবার টিভিনাইন বাংলার তরফে ফোনে যোগাযোগ করা হলে নিজেই ফোন ধরেন পরিচালক। তিনি জানান, “আগের থেকে অনেকটা ভাল আছি আজকে। সমস্যাগুলোও আস্তে আস্তে ঠিক হচ্ছে।” তিনি এও জানান, এখনও পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি তাঁকে। নেই শ্বাসকষ্টের সমস্যাও। এর আগে পরিচালক জানিয়েছিলেন, তাঁর মাথা ব্যথা রয়েছে। সঙ্গে জ্বর। তবে এ দিন জানান আগের থেকে সেই সব অসুবিধে অনেকটাই কম। তাঁর এই খবরে খানিক স্বস্তিতে পরিচালকের শুভাকাঙ্ক্ষীরাও।

গত মাসেই করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ফেলেন পরিচালক। কিন্তু করোনা কামড় এড়াতে পারেননি। তাঁর বুকে পেসমেকার রয়েছে। তাই হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কিছুটা চিন্তায় ছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। তবে তাঁর দ্রুত সুস্থতার খবরে আশার আলো সবার মনে।

আরও পড়ুন- মা যদি সেদিন পাশে না দাঁড়াত তাহলে হয়তো এত দিনে আমিও সুশান্ত সিং রাজপুত হয়ে যেতাম: সৌরভ দাস

হরনাথ চক্রবর্তী টলিউড পাড়ায় সম্মাননীয় নাম। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে সঙ্গী, সাথী অনেক হিট ছবির জনক তিনি। খুব শীঘ্রই নতুন ছবির কাজ শুরু করার কথা তাঁর। তবে করোনা আবহে তা কবে করতে পারা যাবে বলবে সময়।

Next Article