Bijalpo: নতুন রূপে ৯০-এর দশকের বিজল্প

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

May 24, 2022 | 9:03 PM

Bijalpo: বিজল্প কোনও ব্যবসায়িক স্বার্থে তৈরি হয়নি। এমনটাই জানানো হয়েছে। লিটল ম্যাগাজিন, লিটল প্রকাশনা, লিটল মিউজিক-এই বিভাগেই সব প্রকাশিত হয়েছে।

Bijalpo: নতুন রূপে ৯০-এর দশকের বিজল্প
নতুন রূপে 'আবার বিজল্প'

Follow Us

শুরু হয়েছিল ১৯৯০ সালে। ১৯৯৫ সালের ১ বৈশাখ ‘বিজল্প ১৫ দিনে’ নামে পাক্ষিক কবিতা পত্র। নব্বইয়ের দশকের কবিদের কবিতা চর্চার অন্যতম স্থান এই বিজল্প। প্রথমে নিজেদের প্রকাশনা ছিল না। ১৯৯৬ সালে শুরু হয় নিজস্ব প্রকাশনা। এই প্রকাশনা থেকে নব্বইয়ের দশকের কবিদের কাব্যগ্রন্থের পাশাপাশি মুদ্রিত হয় বরিষ্ঠ সাহিত্যিকদের কবিতা বিষয়ের গদ্য বইও। মহাশ্বেতা দেবী, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, কবীর সুমন-এমন অনেকের লেখাই প্রকাশিত করে বিজল্প প্রকাশনা।শুধু পত্রিকা আর প্রকাশনাতেই থেমে থাকেনি বিজল্প, তারা শুরু করে ‘বিজল্প মিউজিক’ও। জয় গোস্বামীর কবিতা পাঠ থেকে কবীর সুমন, প্রতুল মুখোপাধ্যায়, স্বাগতালক্ষ্ণী দাশগুপ্তের গানের সিডিও এখান থেকে প্রকাশিত হয়। খুব কম সময়ের জন্যই, তবে এদের নিজস্ব সংবাদপত্রও প্রকাশিত হয়।

বিজল্প কোনও ব্যবসায়িক স্বার্থে তৈরি হয়নি। এমনটাই জানানো হয়েছে। লিটল ম্যাগাজিন, লিটল প্রকাশনা, লিটল মিউজিক-এই বিভাগেই সব প্রকাশিত হয়েছে। যে বন্ধুরা মিলে উদ্যোগী হয়ে এই প্রকাশনা শুরু করেন, আজও তাঁরা রয়েছেন একসঙ্গে। প্রকাশনাটি থাকলেও পত্রিকাটি বন্ধ অনেকদিন। তাই সকলের ইচ্ছে ছিল পুনরায় সেটা প্রকাশিত করা। সেই ইচ্ছেপূরণের নাম ‘আবার বিজল্প’। এই পত্রিকায় আবার নতুন কবিরা তাঁদের নতুন নতুন কবিতা দিতে পারবেন। বিভিন্ন পত্র-পত্রিকায় নতুন কবিদের লেখা দেখে তাঁদর নতুন বিজল্পের সঙ্গী হতে আহ্বান জানানো হয়। সেই মত কবিরা তাঁদের লেখা পাঠান। বিজল্পের সদস্যরা কবিদের কাছে কৃতজ্ঞ যে তাঁদের ডাকে সাড়া দিয়ে তাঁরা কবিতা পাঠিয়েছেন।

নতুন পত্রিকাতে নতুন কবিদের কবিতার পাশাপাশি অভিজ্ঞ দুজন লেখকের দুটি মুল্যবান প্রবন্ধও রয়েছে। বৈশাখ, শরৎ আর বইমেলায় প্রকাশিত হবে এই পত্রিকা। এখানে কোনও সম্পাদনা করা হয়নি। কয়েকটি ছাড়া লেখক-কবিদের বানানই এখানে গৃহীত হচ্ছে, জানানো হয়েছে পত্রিকার তরফ থেকে। প্রসূন ভৌমিক পত্রিকার সম্পাদক। প্রেস ক্লাবে নতুন রূপে এই পত্রিকার উদ্বোধন করা হয়।

 

 

Next Article