Ira Khan: ‘এত্ত দেমাগ’, আমির খানের মেয়ের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 30, 2022 | 3:08 PM

Bollywood: এর আগে নিজের দুশ্চিন্তার সমস্যা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন 'অ্যাঙ্কসাইটি অ্যাটাক'-এর মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

Ira Khan: এত্ত দেমাগ, আমির খানের মেয়ের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দা
প্রেমিকের সঙ্গে ইরা খান।

Follow Us

ইরা খান– পরিচয়ে আমির খানের মেয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দিত হলেন তিনি। তাঁর কাণ্ড দেখে নেটিজেনদের একটা মন্তব্য, “কীসের এত দেমাগ”। চলল ট্রোলিংও। কোন ভিডিয়ো ভাইরাল হতেই অপমানিত হতে হল তাঁকে? বয়ফ্রেন্ড নুপুর শিকারের সঙ্গে বের হয়েছিলেন ইরা। সেখানেই তাঁদের ঘিরে ধরেন পাপারাজ্জি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বারংবার ইরার নাম ধরে তাঁকে ক্যামেরার সামনে একটি ছবির জন্য অনুরোধ করা হলেও ঘুরেও তাকাননি ইরা। এমনকি তিনি যে ছবি তুলতে দিতে চান না তাও জানাননি। অন্যদিকে তাকিয়ে মুখ ঘিরিয়ে চলে যেতে দেখা গিয়েছে তাঁকে।

আর এই ঘটনার পরেই তাঁকে ঘিরে চলছে জোর চর্চা। এক নেটিজেন লিখেছেন, “নিজেই পাপারাজ্জি ডেকে এখন এ হেন আচরণ করছেন। বড়লোক বাবার দেমাগি মেয়ে।” অন্যজনের মন্তব্য, “আমির খানের মেয়ে ছাড়া জীবনে আর কী পেয়েছেন তিনি”। এর আগেও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। জন্মদিনের পার্টিতে বিকিনি পরা ছবি দিয়ে ট্রোলের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বাবা আমিরের সামনে কী করে বিকিনি পরে পার্টি করতে পারেন তিনি, তা নিয়েও বসেছিল সোশ্যাল মিডিয়ায় ‘খাপ পঞ্চায়েত’। ট্রোলের উত্তরও দিয়েছিলেন ইরা। আরও বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন বিকিনি পরে।

এর আগে নিজের দুশ্চিন্তার সমস্যা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন ‘অ্যাঙ্কসাইটি অ্যাটাক’-এর মুখোমুখি হতে হয়েছে তাঁকে। জানিয়েছিলেন কীভাবে সেই সমস্যার সঙ্গে লড়াই করেছিলেন তিনি। বাবার মতো অভিনয় জীবন বেছে নেননি ইরা। আমির খানের দ্বিতীয় ও প্রাক্তন স্ত্রী কিরণ ও ওই পক্ষের ছেলে আজাদের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল। গ্ল্যামার জগত থেকেও শতহস্তে দূরে ইরা। তবে তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বলা যেতেই পারে। ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। সেখানে নানা ধরনের ছবি শেয়ার করতে দেখা যায় ইরাকে। যদিও এই সাম্প্রতিক ট্রোলিং নিয়ে এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে তিনি কিছু লেখেননি, তবে লিখতে পারেন বলেই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

Next Article