আরও একবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতে আবগে ভাসলেন কঙ্গনা রানাওয়াত। রবিবার সন্ধেবেলা মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে উপস্থিত হন কঙ্গনা। নেহাতই সৌজন্য সাক্ষাৎ নাকি কঙ্গনার সরাসরি রাজনীতির ময়দানে পদার্পণ– ছবি সামনে আসার পর থেকে উঠে আসছে এই সব প্রশ্নই। গত বছর ২ অক্টোবর দুজনের প্রথম সাক্ষাৎ হয়। এই নিয়ে দ্বিতীয়বার। এই সাক্ষাতের বিশেষ মুহূর্তে স্মরণ করে একটি পোস্টও করেছেন কঙ্গনা।
তিনি লিখেছেন, “আজ আমার ভাগ্য ভীষণ ভাল যে মহারাজ (যোগী আদিত্যনাথ)-এর বিপুল জয়ের পর তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ হল। অত্যন্ত সুন্দর এক সন্ধে কাটিয়েছি আমরা। তাঁর গভীর অনুভূতি কখনওই আমাকে অবাক করতে ব্যর্থ হয় না। আমি উদ্বুদ্ধ হই।” যে দুটি ছবি অভিনেত্রী পোস্ট করেছেন তাতেও তাঁর গাল ভরা হাসি।
আদিত্যনাথের প্রতি শ্রদ্ধার কথা এর আগেও বারেবারে বলেছেন কঙ্গনা। সম্প্রতি আবারও মুখ্যমন্ত্রী পদে ফিরে আসার জন্য সোশ্যাল মিডিয়ায় যোগী সরকারকে প্রভূত শুভেচ্ছা জানিয়েছিলেন কঙ্গনা। বরাবরই দেশের শাসকদলের হয়ে গলা উঁচু করতে দেখা গিয়েছে তাঁকে। করেছেন প্রধানমন্ত্রীরও ভূয়সী প্রশংসা। এবার তাঁর মুখে যোগী-গান। তবে এই সাক্ষাতের নেপথ্যের কারণ কী? সেটাই প্রশ্ন সকলের।
এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত কঙ্গনা। লকআপ নামক এক রিয়ালিটি শো-এ প্রথম বার সঞ্চালকের দায়িত্বে দেখা যাবে তাঁকে। এ ছাড়াও হাতে রয়েছে ‘ধকড়’-এর মতো হাই পাওয়ারপ্যাকড ছবি। সব মিলিয়ে ‘হ্যাপেনিং’ জীবন ‘বলিউডের কুইনের’।
আরও পড়ুন- মদ্যপ অবস্থায় পড়ে থাকতেন, হাত কেটে নিজেকে শেষ করতে চান জনপ্রিয় অভিনেত্রী