Mosharraf Karim: চঞ্চলের পর মোশারফ, ওপারের ‘ভারত বিদ্বেষ’ নিয়ে মুখ খুললেন অভিনেতা
Mosharraf Karim: 'কলাগাছকে সাপোর্ট করব, তবু ইন্ডিয়াকে করব না'-- বাংলাদেশি তরুণীর ভাইরাল হওয়া এই ভিডিয়ো এখন হোয়াটসঅ্যাপে ব্যাপক ভাবে ঘুরে বেড়াচ্ছে। শুধু হোয়াটসঅ্যাপই নয়, সামাজিক মাধ্যম খুললেই ওপার বাংলার একটা বড় অংশের মানুষের ভারতকে নিয়ে কটাক্ষ ভেসে আসছে প্রায়শই।

‘কলাগাছকে সাপোর্ট করব, তবু ইন্ডিয়াকে করব না’– বাংলাদেশি তরুণীর ভাইরাল হওয়া এই ভিডিয়ো এখন হোয়াটসঅ্যাপে ব্যাপক ভাবে ঘুরে বেড়াচ্ছে। শুধু হোয়াটসঅ্যাপই নয়, সামাজিক মাধ্যম খুললেই ওপার বাংলার একটা বড় অংশের মানুষের ভারতকে নিয়ে কটাক্ষ ভেসে আসছে প্রায়শই। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের হারের পর থেকেই প্রতিবেশী দেশে উৎসবের আমেজ। এ নিয়ে অনেকেই প্রতিবাদ করেছেন। সে দেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ভারত বিদ্বেষ প্রসঙ্গে মুখ খুলে বাংলাদেশের মানুষের কাছে ট্রোল্ড হয়েছেন। এবার এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি জানতাম এই প্রশ্নটা আমার কাছে আসবে, কিন্তু আমার মনে হয়, মাঠের খেলা, মাঠের মধ্যে থাকাটাই ভাল। খেলা শুধু খেলাই। এই খেলার বিষয়কে বিভিন্নভাবে ঘুরিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেটার মাধ্যমে আসলে ভালো পরিবেশ তৈরি হয়না।”
এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “এই খেলাধুলার বিষয়গুলোকে, আমি আসলে খুব বড় করে দেখি না। এগুলো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে হারিয়ে যায়। এগুলো সাময়িক ভাবে মানুষকে আনন্দ দেয় আবার দুঃখও দেয়। দিনশেষে এটা শুধু মাত্র একটি খেলা।” চঞ্চল প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন, মোশারফ তা করেননি। তবে খেলাকে কেন্দ্র করে দ্বেষের বিরুদ্ধাচরণ করেছেন তিনি। যা ঘটেছে তা কাম্য নয় বলেই মনে হয়েছে তাঁর।





