Alia Bhatt: সন্তান জন্মের দেড় মাস পূর্ণ, দড়িতে নিজেকে উল্টো করে ঝুলিয়ে রাখলেন আলিয়া আর বললেন…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 24, 2022 | 8:10 PM

Post-Partum Exercise: বিষয়টিকে বলা হয় 'এরিয়াল যোগা'। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নতুন মায়েদের জন্য লিখেছেন কিছু কথাও।

Alia Bhatt: সন্তান জন্মের দেড় মাস পূর্ণ, দড়িতে নিজেকে উল্টো করে ঝুলিয়ে রাখলেন আলিয়া আর বললেন...
আলিয়া ভাট...

Follow Us

৬ নভেম্বর সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। কন্যাসন্তান রাহার জন্ম হয় তারপরই। প্রথম সন্তানকে কোলে নিয়ে খুশিতে কেঁদে ফেলেছিলেন রণবীর। সন্তান জন্মের একমাসের মধ্যে জিমে যেতে শুরু করেছিলেন আলিয়া ভাট। শুরু করেন যোগাভ্যাসও। আলিয়ার এই পদক্ষেপ অনুপ্রাণিত করেছে অনেককেই। বিশেষ করে তাঁদের, যাঁরা সদ্য মা হয়েছেন। এবার তাঁদের উদ্দেশেই একটি দুর্দান্ত পোস্ট করেছেন আলিয়া। কালো রঙের স্ল্যাক্স এবং কালো টি-শার্ট পরে দড়িতে উল্টো দিকে ঝুলে ছিলেন আলিয়া। বিষয়টিকে বলা হয় ‘এরিয়াল যোগা’। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নতুন মায়েদের জন্য লিখেছেন কিছু কথাও।

আলিয়া লিখেছেন:

“পোস্ট-পার্টামের দেড় মাস পর, আমার টিচারের সাহায্য়ে এই এক্সারসাইজ়টি করতে পারছি আজ। আমার সকল সহযোদ্ধা মায়েদের বলতে চাই, ডেলিভারির পর নিজের শরীরের কথা শুনবেন। এমন কিছু করবেন না, যা আপনার শরীর আপনাকে সঙ্গ দেবে না। ওয়ার্ক আউটের প্রথম এক কি দুই সপ্তাহে নিশ্বাস নিয়েছি, হেঁটেছি, নিজের শরীরের মধ্যে ভারসাম্য় ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আমার এখনও অনেক পথ চলা বাকি। সময় নিন – আপনার শরীর যা করেছে, তাকে বাহবা দিন। আমার শরীর যা করেছে, তারপর আমি ঠিক করেছি নিজেকে আর যন্ত্রণা দেব না। সন্তানের জন্ম দেওয়া জাদুর মতো। নিজের শরীরকে ভালবাসা দিন। আরও একটা কথা বলতে চাই, প্রত্যেক শরীর ভিন্ন। নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলুন। এক্সারসাইজ় সংক্রান্ত কিছু থাকলে আলোচনা করে নিন।’

 

কেবল আমজনতা নয়, আলিয়ার এই পদক্ষেপ মন ছুঁয়েছে বিখ্যাতদেরও। কেউ-কেউ আবার রসিকতাও করেছেন। অভিনেতা সোনু সুদ লিখেছেন, “ভুল করে উল্টো করে ছবি পোস্ট করেছ তুমি।” অভিনেতা ঈশান খট্টর লিখেছেন, “মা আলিয়া তুমি আরও বেশি অভূতপূর্ব।”

আলিয়ার পোস্টে একজন অনুরাগী রিয়্যাক্ট করে লিখেছেন, “আপনাকে দেখে আমি অভিভূত।” একজন লিখেছেন, “ফিটনেস কুইন”। অন্য একজন লিখেছেন, “সাবধান ম্যাডাম, শক্তিশালী থাকুন। ভালবাসা নেবেন।”

Next Article