Bibhas Chakraborty: হৃদরোগে আক্রান্ত বিভাস চক্রবর্তী, উদ্বেগ নাট্যমহলে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 24, 2022 | 11:42 AM

Bibhas Chakraborty: হৃদরোগে আক্রান্ত নাটব্যক্তিত্ব ও সমাজকর্মী বিভাস চক্রবর্তী। এই মুহূর্তে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Bibhas Chakraborty: হৃদরোগে আক্রান্ত বিভাস চক্রবর্তী, উদ্বেগ নাট্যমহলে
হৃদরোগে আক্রান্ত বিভাস চক্রবর্তী

Follow Us

 

হৃদরোগে আক্রান্ত নাটব্যক্তিত্ব ও সমাজকর্মী বিভাস চক্রবর্তী। এই মুহূর্তে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে আচমকাই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এরপরেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অ্যাঞ্জিওগ্রাম করলে দেখা যায় তাঁর ধমনীতে ব্লকেজ রয়েছে। ইতিমধ্যেই স্টেন্ট বসানো হয়েছে। যদিও হাসপাতাল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর হঠাৎ অসুস্থতায় উদ্বেগ বেড়েছে পশ্চিমবঙ্গ নাট্য মহলে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সতীর্থরা।

১৯৬০ সালে থিয়েটার গ্রুপ ‘নান্দীকার’-এর সঙ্গে যুক্ত হন বিভাস চক্রবর্তী সেখানে বেশ কিছু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। ওই নাট্যদল ছেড়ে দেওয়ার পর ‘থিয়েটার ওয়ার্কশপ’ নামক একটি দল গঠন করেন তিনি। ‘রাজরক্ত’ , ‘চাকভাঙা মধু’র মতো বেশ কিছু নাটকের পরিচালক তিনি। ১৯৮৫ সালে বিভাস তৈরি করেন ‘অন্য থিয়েটার’। পাশাপাশি পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির সঙ্গে শুরুর থেকেই যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে যদিও সেখান থেকে পদত্যাগ করেন তিনি। কারণ, হিসেবে বার্ধক্যজনিত কারণই সামনে এসেছিল।

Next Article