‘কাজরা রে’র ১৬ বছর, অজানা তথ্য ফাঁস করলেন গায়িকা

May 27, 2021 | 10:57 PM

আলিশা চিন্নাই মানেই মেড ইন ইন্ডিয়ার মতো পেপি সং। কিন্তু এই গান যে তথাকথিত আইটেম নাম্বার ছিল না। তার মধ্যে ছিল ক্লাসিকালের ছোঁয়া, কাওয়ালির মুন্সিয়ানা।

Follow Us

‘কাজরা রে…কাজরা রে… তেরে কারে কারে নয়না…’

একদিকে অমিতাভ বচ্চন, অন্যদিকে অভিষেক। আর মাঝখান আলো করে রয়েছে ঐশ্বর্যা রাই। না বচ্চন হননি তিনি তখনও। মনে আছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘বান্টি অউর বাবলি’র সেই বিখ্যাত আইটেম সং ‘কাজরা রে’র কথা? শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন ঐশ্বর্যা। তবে গানটি গেয়েছিলেন যিনি সেই আলিশা চিন্নাইয়ের অবদানও কিন্তু কম নয়।

আলিশা চিন্নাই মানেই মেড ইন ইন্ডিয়ার মতো পেপি সং। কিন্তু এই গান যে তথাকথিত আইটেম নাম্বার ছিল না। তার মধ্যে ছিল ক্লাসিকালের ছোঁয়া, কাওয়ালির মুন্সিয়ানা। নিজের ইমেজ ভেঙে আলিশা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন গানটি। ১৬ বছর তা নিয়েই মুখ খুললেন তিনি। আলিশার কথায় এই গানকে ‘আধুনিক কাওয়ালি’ বলা যেতেই পারে। অনেকেই নাকি সে সময় তাঁকে ওই গানের জন্য নির্বাচিত করার কারণে রুষ্ট হয়েছিলেন। ভেবেছিলেন পরীক্ষায় পাশ তিনি মোটেও করতে পারবেন না। পাশ তো তিনি করলেনই। সাফল্যের সঙ্গে নিয়ে এলেন লেটার মার্কসও।

আরো পড়ুন- লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ধারাবাহিকের শুটিং হবে বাড়ি থেকেই? কী জানাচ্ছেন পরিচালক-প্রযোজকরা


তাঁর কথায়, “আমি জানিনা কীভাবে সম্ভব হল। নিজেকে নিজের সীমার বাইরে ঠেলে দিয়েছিলাম। আমি গর্বিত শঙ্কর-এহসান-লয় যেমনটা চেয়েছিলেন তাঁদের ঠিক তেমন গানই উপহার দিতে পেরেছিলাম আমি।” তবে নিজের থেকেও বেশি কৃতিত্ব তিনি দিতে চান ঐশ্বর্যাকে। আলিশার মতে তাঁর লিপেই সেই গান হয়ে উঠেছিল ‘অ্যাঞ্জেলিক’। ঐশ্বর্যা যেন পরি। তাঁর মাধুরী, তাঁর কস্টিউম এবং তাঁর মোহময়ী ভাবেই সেই গান পেয়েছিল অন্য মাত্রা। ১৬ বছর পরেও তাই তা সমান জনপ্রিয়।

‘কাজরা রে…কাজরা রে… তেরে কারে কারে নয়না…’

একদিকে অমিতাভ বচ্চন, অন্যদিকে অভিষেক। আর মাঝখান আলো করে রয়েছে ঐশ্বর্যা রাই। না বচ্চন হননি তিনি তখনও। মনে আছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘বান্টি অউর বাবলি’র সেই বিখ্যাত আইটেম সং ‘কাজরা রে’র কথা? শরীরী হিল্লোলে ঝড় তুলেছিলেন ঐশ্বর্যা। তবে গানটি গেয়েছিলেন যিনি সেই আলিশা চিন্নাইয়ের অবদানও কিন্তু কম নয়।

আলিশা চিন্নাই মানেই মেড ইন ইন্ডিয়ার মতো পেপি সং। কিন্তু এই গান যে তথাকথিত আইটেম নাম্বার ছিল না। তার মধ্যে ছিল ক্লাসিকালের ছোঁয়া, কাওয়ালির মুন্সিয়ানা। নিজের ইমেজ ভেঙে আলিশা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন গানটি। ১৬ বছর তা নিয়েই মুখ খুললেন তিনি। আলিশার কথায় এই গানকে ‘আধুনিক কাওয়ালি’ বলা যেতেই পারে। অনেকেই নাকি সে সময় তাঁকে ওই গানের জন্য নির্বাচিত করার কারণে রুষ্ট হয়েছিলেন। ভেবেছিলেন পরীক্ষায় পাশ তিনি মোটেও করতে পারবেন না। পাশ তো তিনি করলেনই। সাফল্যের সঙ্গে নিয়ে এলেন লেটার মার্কসও।

আরো পড়ুন- লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে ধারাবাহিকের শুটিং হবে বাড়ি থেকেই? কী জানাচ্ছেন পরিচালক-প্রযোজকরা


তাঁর কথায়, “আমি জানিনা কীভাবে সম্ভব হল। নিজেকে নিজের সীমার বাইরে ঠেলে দিয়েছিলাম। আমি গর্বিত শঙ্কর-এহসান-লয় যেমনটা চেয়েছিলেন তাঁদের ঠিক তেমন গানই উপহার দিতে পেরেছিলাম আমি।” তবে নিজের থেকেও বেশি কৃতিত্ব তিনি দিতে চান ঐশ্বর্যাকে। আলিশার মতে তাঁর লিপেই সেই গান হয়ে উঠেছিল ‘অ্যাঞ্জেলিক’। ঐশ্বর্যা যেন পরি। তাঁর মাধুরী, তাঁর কস্টিউম এবং তাঁর মোহময়ী ভাবেই সেই গান পেয়েছিল অন্য মাত্রা। ১৬ বছর পরেও তাই তা সমান জনপ্রিয়।

Next Article