স্বপ্নের মতো বিয়ে! দেখুন আরিয়ানার বিশেষ দিনের টুকরো ছবি

May 27, 2021 | 8:26 PM

গত বছর ডিসেম্বরে বাগদান হয় আরিয়ানা গ্রান্ডের। তাঁদের প্রেম পর্বের সূত্রপাতও ওই বছরের জানুয়ারি নাগাদ। করোনাকালে একসঙ্গে নিভৃতবাসেও ছিলেন তাঁরা।

স্বপ্নের মতো বিয়ে! দেখুন আরিয়ানার বিশেষ দিনের টুকরো ছবি
রাজকীয় বিয়ে

Follow Us

বিয়ে করেছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে, এ খবর নতুন নয়। তবে যা নতুন তা হল, সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের একাধিক ছবি। আর তাতেই মুগ্ধ তাঁর বিশ্বজোড়া ভক্তকুল। তাঁদের বলছেন, “এ যেন স্বপ্নের মতো বিয়ে”।

মে মাসেরই ১৫ তারিখ বিয়ে করেন এরিয়ানা। উপস্থিত ছিলেন মাত্র কুড়ি জন। তাঁর স্বামী ড্যালটন একজন ব্যবসায়ী। বিয়ের অনুষ্ঠানে মীডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ। বিয়েতে উপস্থিত আরিয়ানা গ্রান্ডের ঘনিষ্ঠের বক্তব্য, “পুরো বাড়ি জুড়েই সেদিন উৎসবের আবহাওয়া। দুই পরিবারেই তখন খুশির ঢল।”


বিয়েতে অতিথির সংখ্যা কম হলেও জাঁকজমকে খামতি ছিল না। পোশাকেও ছিল অভিনবত্ব। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাতে জড়ো হয়েছে নানা ধরনের মন্তব্য। সবাই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

গত বছর ডিসেম্বরে বাগদান হয় আরিয়ানা গ্রান্ডের। তাঁদের প্রেম পর্বের সূত্রপাতও ওই বছরের জানুয়ারি নাগাদ। করোনাকালে একসঙ্গে নিভৃতবাসেও ছিলেন তাঁরা।

 

আরও পড়ুন-‘অর্ধেক গান ডাব করে চালানো হয়’, রিয়ালিটি শো নিয়ে বিস্ফোরক সোনু নিগম

Next Article