Amitabh Bachchan: ভারতের হারের নেপথ্যে হাত অমিতাভের! টুইট ভাইরাল হতেই শোরগোল

Amitabh Bachchan: ঘড়ির কাঁটায় তখন রাত আটটা বেজে ৩৬ মিনিট। ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যে কী হতে চলেছে তা এক প্রকার ধারণা করেই নিয়েছিলেন সকলে। তবু 'সত্যরে সহজে মেনে নিতে' কষ্ট হচ্ছিল ভারতবাসীর। কিছু একটা মিরাকল হয়ে যাক, এমন প্রার্থনাই যখন চালিয়ে যাচ্ছিলেন সকলেই তখন অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট (বর্তমানে এক্স) থেকে ভেসে আসে এক টুইট।

Amitabh Bachchan: ভারতের হারের নেপথ্যে হাত অমিতাভের! টুইট ভাইরাল হতেই শোরগোল
টুইট ভাইরাল হতেই শোরগোল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 7:02 PM

ঘড়ির কাঁটায় তখন রাত আটটা বেজে ৩৬ মিনিট। ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যে কী হতে চলেছে তা এক প্রকার ধারণা করেই নিয়েছিলেন সকলে। তবু ‘সত্যরে সহজে মেনে নিতে’ কষ্ট হচ্ছিল ভারতবাসীর। কিছু একটা মিরাকল হয়ে যাক, এমন প্রার্থনাই যখন চালিয়ে যাচ্ছিলেন সকলেই তখন অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট (বর্তমানে এক্স) থেকে ভেসে আসে এক টুইট। যাতে লেখা, “কিছুই তো নয়”। চমকে উঠেছিলেন সকলে! তবে কি ভারতের ফাইনাল দেখছেন অমিতাভ? এক অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল সকলের মন! দুর্ঘটনার কালো মেঘ জমতে শুরু করেছিল সকলের। আশঙ্কা সত্যি হতেই টুইটারেত্তিদের একাংশের ক্ষোভ এই মুহূর্তে বিগ-বি’র উপরেই আছড়ে পড়েছে। কেন জানেন?

এর আগে সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন নিজেই লিখেছিলেন, ভারতের খেলা তিনি দেখলেই ভারত নাকি হেরে যায়। তাই তিনি খেলা দেখবেন না ফাইনালে। কিন্তু টুইট-আপডেট ওই সময়ে আসতেই তাঁর ভক্তরা ধারণা করে নেন খেলা দেখছেন অমিতাভ! ‘তবে যে জয় আসবে না’– আর হলও তাই। দুইয়ে দুইয়ে চার করে অনেকেই লেখেন, “আপনার জন্যই হেরেছে ভারত। আপনি বলেছিলেন খেলা দেখবেন না। কিন্তু দেখলেন। কথা শুনলেন না।” অনেকেরই আবার অনুযোগ, “আপনি তো সেলেব, মহাতারকা। ওই কঠিন সময়ে ইতিবাচক কথা নাই লিখতে পারেন, কিন্তু নেতিবাচকতা ছড়াচ্ছিলেন কেন?” যদিও ফাইনালের উদ্দেশেই ওই টুইটটি অমিতাভ করেছিলেন কিনা তা কিন্তু নিজেও জানাননি অমিতাভ। তবু সমালোচনা যেন থামছেই না।