অরিজিৎ সিং– সারা দেশে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত। এবার তিনিই কাঠগড়ায়। কাঠগড়ায় গায়িকা অনুরাধা পাড়োয়ালের। গায়িকার মন্তব্য, অরিজিতের রিমেক গান শুনে তিনি এতটাই ‘আতঙ্কিত’ হয়ে পড়েন যে কেঁদে ফেলেন। অরিজিতের কোন গান নিয়ে এ হেন মন্তব্য করেছেন গায়িকা? ‘দয়াবান’ ছবির ‘আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা। সেই গানটিই কিছু বছর আগে নতুন মেজাজে গান অরিজিৎ। তাঁর গলার মাদকতায় মজেছিলেন দর্শক। নতুন এই ভার্সনও সকলেরই মনে ধরেছিল। তবে অনুরাধা ব্যতিক্রম। তিনি বলেন, “একজন আমায় ওই সুপারডুপার হিট গানটি পাঠিয়েছিল। আমায় সে জানায় এই গানটি নাকি বর্তমানেও বেশ হিট হয়েছে। আমি শুনি। আর শুনেই কেঁদে ফেলি। সঙ্গে সঙ্গে ইউটিউবে গিয়ে নিজের গাওয়া গানটা শুনতে হয়। এক বার নয় একাধিক বার শুনি সেই গান। তারপর শান্তি পাই।”
এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন, “এখন আর আমি নিজের গান শুনি না। মাঝেমধ্যে নিজের গাওয়া ভক্তিগীতি শুনি। যখনই রিমিক্স হয় কোনও গানের আমি আতঙ্কে থাকি। আমার কাঁদতে ইচ্ছে করে। আর এরপরেই আমি নিজের গান শুনি। আর বলতে থাকি, “যাক এবার একটা ভাল গান শুনছি।” অনুরাধার এই মন্তব্যের পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। অরিজিতের ভক্তরা পাল্টা তুলোধনা করেছেন গায়িকাকে। যে অরিজিৎকে সারা বিশ্ব ভালবাসেন তাঁর গানকেই কীভাবে ‘অসম্মান’ করতে পারেন অনুরাধা? প্রশ্ন তুলেছেন তাঁরা।