Aishwarya Controversy: ‘ফ্যাশন ছবির পরিচালক আপনি হতে পারতেন’, ঐশ্বর্যকে কটাক্ষ করতেই বিবেকের ওপর চটলেন উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 21, 2023 | 12:55 PM

Cannes: সকলেই এই পোশাক দেখে রীতিমত অবাক হয়ে গেলেন। সেই পোশাক ঠিক করে দিতেই রেডকাপ্রেটে দেখা যায় একজন পুরুষকে। তা দেখা মাত্রই পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

Aishwarya Controversy: ফ্যাশন ছবির পরিচালক আপনি হতে পারতেন, ঐশ্বর্যকে কটাক্ষ করতেই বিবেকের ওপর চটলেন উরফি

Follow Us

যে কোনও ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটেরই একটি বিশেষ চাহিদা থাকে। তা ঘিরে দর্শকদের মনেও উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। কে কী পরবেন, তা পরিকল্পনাও করা হয় বহু আগে থেকে। কখনও কেউ হয়ে থাকেন বিদ্রুপের শিকার, কেউ আবার তাঁর ফ্যাশনের জন্য রীতিমত প্রশংসিত হন। কান ফেস্টিভ্যালও তার ব্যতিক্রম নয়। এবার সেই তালিকাতে নাম লেখালেন ঐশ্বর্য রাই বচ্চন। সদ্য তাঁকে কানের রেডকার্পেটে দেখা যায় এক লং গ্রাউনে। যা পরে রীতিমত সমালোচিত তিনি। সকলেই এই পোশাক দেখে রীতিমত অবাক হয়ে গেলেন। সেই পোশাক ঠিক করে দিতেই রেডকাপ্রেটে দেখা যায় একজন পুরুষকে। তা দেখা মাত্রই পরিচালক বিবেক অগ্নিহোত্রী বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বিবেক। তিনি এবার ঐশ্বর্যকে তোপ দেগে লিখলেন, আপনারা কি শুনেছেন, পোশাক চাকর বলে কিছু, অধিকাংশ ক্ষেত্রে তাঁরা মহিলাই হন। এক্ষেত্রে একজন পুরুষ। এঁদের আপনারা এখন ভারতেও দেখতে পাবেন। অধিকাংশ সময়ই তাঁদের মহিলা সেলেবদের সঙ্গে দেখা যায়। আমরা দিন দিন কেন এত স্টুপিড হয়ে যাই এমন একটা অস্বস্তিকর ফ্যাশনের জন্যে?

এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় হাজির উরফি জাভেন। যার ফ্যাশন নিত্য চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়, সেই সেলেব এবার পাল্টা জবাব দিতে পিছপা হলেন না। নিলেন ঐশ্বর্যের পক্ষ। উরফি পাল্টা তোপ দেগে লেখেন, আমি জানতে চাই, কোন ফ্যাশন স্কুল থেকে আপনি পাশ করেছেন? আপনাকে দেখে মনে হয়, আপনার ফ্যাশন সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে। ফ্যাশন ছবি তো আপনারই পরিচালনা করা উচিত ছিল। উরফির এই মন্তব্য দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। রেডকার্পেট লুকে অনেকেই ঐশ্বর্যকে এবার কটাক্ষ করতে পিছপা হলেন না যদিও, তবুও তাঁর ভক্তরা কিন্তু এই লুকে ডিভাকে দেখে বেশ খুশি।

Next Article