AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aparna Sen: অসুস্থ অপর্ণা সেন, বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরছে, কী হয়েছে তাঁর?

Aparna Sen: অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। এক অনুষ্ঠানে গতকাল অর্থাৎ শনিবার তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসতে পারেননি।

Aparna Sen: অসুস্থ অপর্ণা সেন, বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরছে, কী হয়েছে তাঁর?
অপর্ণা সেন।
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 4:39 PM
Share

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। এক অনুষ্ঠানে গতকাল অর্থাৎ শনিবার তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসতে পারেননি। কেন তিনি যোগ দিতে পারেননি সে প্রশ্ন উঠতেই অভিনেতা শঙ্কর চক্রবর্তী মারফৎ একটি বার্তা পাঠান অপর্ণা। অভিনেত্রী জানান, তিনি অসুস্থ, বেশ কিছু দিন ধরেই বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছে তাঁর। প্রেসার ফল করছে। ভাইরাল জ্বরে ভুগছেন তিনি। সে কারণেই আপাতত দর্শকদের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসের শুরুতে পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন অপর্ণা সেন। সে সময় তিনি বলেন, “‘তিন বছর ধরে এই অত্যাচার চলছে। নির্বাচনী অত্যাচার, নির্বাচনের আগের অত্যাচার, নির্বাচনের পরের অত্যাচার। পঞ্চায়েত ভোটেও এভাবে মানুষের উপর অত্যাচার হবে! ৫২ জন মানুষ মারা গিয়েছেন। কত মানুষ নিখোঁজ, কত মানুষ ঘরছাড়া!”

হতাশার সুরে তিনি যোগ করেন, “খুব ভাল লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন।’ এ নিয়ে রাজনৈতিক মহলেও হয়েছিল বিস্তর আলোচনা। তবে এবার তাঁর শরীর খারাপের খবর পেয়েই চিন্তায় তাঁর অনুরাগীরা। তি০নি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এমনটাই চাইছেন সকলে।