নাগা চৈতন্যের সঙ্গে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন সামান্থা?

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Aug 30, 2021 | 9:03 AM

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগেই। হঠাৎই নিজের ইনস্টাগ্রাম থেকে বিবাহসূত্রে পাওয়া পদবী 'আক্কিনেনি' সরিয়ে ফেলেন সামান্থা। তাঁর জায়গায় লিখে দেন শুধু 'এস'। কিন্তু নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ইস্তক ওই পদবীই ব্যবহার করছিলেন তিনি।

নাগা চৈতন্যের সঙ্গে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন সামান্থা?
নাগা চৈতন্য ও সামান্থা

Follow Us

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে কি বিচ্ছেদ হতে চলেছে দ্য ফ্যামিলি ম্যান ২-এর রাজি ওরফে সামান্থা আক্কিনেনির? এই প্রশ্নেই সম্প্রতি তোলপাড়।সিনে পাড়া। গুঞ্জনের নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণও। এ বার এই গুঞ্জন নিয়েই মুখ খুললেন সামান্থা।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগেই। হঠাৎই নিজের ইনস্টাগ্রাম থেকে বিবাহসূত্রে পাওয়া পদবী ‘আক্কিনেনি’ সরিয়ে ফেলেন সামান্থা। তাঁর জায়গায় লিখে দেন শুধু ‘এস’। কিন্তু নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে ইস্তক ওই পদবীই ব্যবহার করছিলেন তিনি। ফলত শুরু হয় গুঞ্জন। কেন হঠাৎ এই পদবী পরিবর্তন? নেপথ্যে কী কারণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, এখনই এ নিয়ে কিছুই বলতে চান না তিনি। যখন মনে হবে তখনই এই ‘গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন তিনি।

পাশাপাশি তিনি এও যোগ করেন, নিজের মতামতের প্রতি তাঁর আস্থা রয়েছে। বিতর্ক সেখানে কোনও প্রভাব ফেলবে না। ফ্যামিলি ম্যানের সাফল্যের পর বলিউডেরও অফার পেতে শুরু করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও যে তাঁর পাকাপাকি ভাবে কাজ করার ইচ্ছে রয়েছে সে কথাও ওই সাক্ষাৎকারে জানিয়েছেন সামান্থা। প্রসঙ্গত, ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয় তাঁর। সম্পর্ক কোন দিকে বাঁক নেয় এখন সেটাই দেখার।


দিন কয়েক আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজনে তাঁর অভিনীত ‘রাজি’ চরিত্র নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তাতে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে সে জন্য প্রকাশ্যেই ক্ষমা প্রার্থনা তাঁর।

এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, “প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আমি কারও আবেগে আঘাত দিয়ে থাকলে সত্যিই অনুতপ্ত। আমি এরকম ভাবে আঘাত করতে চাইনি। যদি করে থাকি তাহলে দুঃখিত।” তবে সিরিজ মুক্তি পাওয়ার পর বিতর্ক যে অনেকটাই কমে এসেছিল সে কথা উল্লেখ করে সামান্থা বলেন, “অনেকেই মুক্তির পরে দেখেছেন যতটা ভেবেছিলেন ততটা খারাপ নয়। কিন্তু যারা এখনও একই মত পোষণ করেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

ফ্যামিলি ম্যান ২-এর ট্রেলার মুক্তির পরেই দেশের বিভিন্ন অংশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। যেন বিনা মেঘে বজ্রপাত। তামিলার কতচি (NTK) সংগঠনের প্রতিষ্ঠাতা সিমান এই ওয়েব সিরিজ ব্যান করার দাবি জানিয়েছিলেন। তাঁর মত ছিল, এই ওয়েব সিরিজে তামিলনাড়ুর ভাবাবেগে আঘাত করা হয়েছে। সিমান আরও দাবি করেন, এই ওয়েব সিরিজে লিবারেশন ফর তামিল এলামকে (LTTE) যেভাবে জঙ্গি সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে তা অন্যায়। বিবৃতি দিয়ে সিমান জানিয়েছিলেন ওয়েব সিরিজের ট্রেলার অত্যন্ত ‘শকিং।’

সিরিজে সামান্থার চরিত্রই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এক শ্রীলঙ্কার আতঙ্কবাদীর চরিত্রে দেখানো হয়েছিল তাঁকে। সিমানের মতে, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এলটিটিই সংগঠনকে ইচ্ছে করে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি তামিলবাসীকে ক্ষতিকারক হিসেবে দেখানো হয়েছে। তামিলনাড়ুও এই ওয়েব সিরিজের জন্য ইচ্ছে করেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমান। ওয়েব সিরিজের গল্প তুলে ধরেও ফাঁক ফোকর খুঁজে বের করে দুষেছিল এনটিকে। ওয়েব সিরিজে এলটিটিইর সঙ্গে পাকিস্তানের আইএসআই সঙ্গে যোগসূত্র দেখানো হয়েছে বলেও জানিয়েছিলেন সিমান।

Next Article