KIFF 2022: মুখ্যমন্ত্রীর সামনেই অরিজিতের ‘গেরুয়া’, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 16, 2022 | 11:43 AM

Arijit Singh: প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে নেমেছিল তারাদের ঢল। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান-- হাজির ছিলেন সকলেই। তবে এরই মধ্যে শাহরুখ ও অমিতাভের কিছু কথা সৃষ্টি করেছে বিতর্কেরও।

KIFF 2022: মুখ্যমন্ত্রীর সামনেই অরিজিতের গেরুয়া, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি
মমতা ও অরিজিৎ

Follow Us

সাদামাঠা পোশাকে ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festival )হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ জানিয়েছিলেন একটি গান গাওয়ার জন্য। অরিজিৎ গাইলেন দু-দুটি গান, যদিও এক লাইন করেই, তবে তাতেই মিমাররা পেয়ে গেলেন তাঁদের আগামী কনটেন্ট, যা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অরিজিৎকে মঞ্চে বরণ করে নিয়েছিলেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া। মঞ্চে উঠে অরিজিৎ বলেন, “আমরা সবাই ছবি দেখতে ভালবাসি। কোভিডের পরে আবারও একটা বিষয় নিয়ে উৎসাহ তৈরি হল। এমন একটা জায়গা যেখানে ছবি নিয়ে বিনোদনও হয়, দেশের কথা জানতে পারি, শিক্ষাও বাড়ে। সবাইকে আমার প্রণাম”। এরপরেই দেখা যায় অরিজিতের উদ্দেশে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অরিজিৎও নিরাশ করেননি। তিনি বলেন, “একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে।” এরপরেই গান ধরেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। গোটা স্টেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়েছে। তবে চমকের বাকি ছিল আরও। এরপরেই শাহরুখকে নিবেদন করে অরিজিৎ ধরেন সেই জনপ্রিয় গান,”রঙ দে তু মোহে গেরুয়া”। আর এতেই ছড়িয়েছে নানা মিম। নেটিজেনরাও পেয়েছেন মজার রসদ। মুখ্যমন্ত্রীর সামনেই ‘গেরুয়াস্তুতি’– চলছে কমেন্ট-ব্যান্টারও। রঙ আর রাজনীতি যেন মিলে গিয়েছে অচিরেই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে নেমেছিল তারাদের ঢল। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান– হাজির ছিলেন সকলেই। তবে এরই মধ্যে শাহরুখ ও অমিতাভের কিছু কথা সৃষ্টি করেছে বিতর্কেরও। ওই দিন মঞ্চ থেকেই অমিতাভ বচ্চন বলেন, “আমি নিশ্চিত মঞ্চে উপস্থিত আমার সহকর্মীরা নাগরিক স্বাধীনতা এবং ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে প্রশ্ন উঠছে সে বিষয়ে একমত হবেন।” অন্যদিকে শাহরুখ খানও সাম্প্রতিক কালে বয়কট ট্রেন্ড নিয়ে এক দীর্ঘ মতামত দেন। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নানা দল নানা ভাবে ব্যাখ্যা করছেন ওই ভাষণের। তবে অরিজিতের ওই গানটি উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই দাবি একটা বড় অংশেরও। সামনে শাহরুখ, তাঁর ছবির গান গাওয়াই ছিল গায়কের উদ্দেশ্য– মনে করছে তাঁর অনুরাগীরাই।

তবে এ সবের মধ্যেই ধুমধাম করেই হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা । কুমার শানুসহ অনেকেই। বাংলায় ভাষণ দেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী জানান, এই বছর নানা চমক অপেক্ষা করছে অনুষ্ঠানে। বিগ-বি’র ৮০ বছর পূর্তি উপলক্ষে দেখানো হবে তাঁর কিছু কালজয়ী ছবি। এখানেই শেষ নয়, মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন, অমিতাভকে ভারতরত্ন দেওয়ার। সব মিলিয়ে জমে যায় ২৮ তম চলচ্চিত্র উৎসব।

Next Article