রেলের কামরা অনেক কিছু পাইয়ে দিয়েছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীকে। ‘প্রাক্তন’ (একটি চলন্ত ট্রেনে তৈরি হয় এই ছবির প্রেক্ষাপট) ছবিতে তাঁর গাওয়া ‘তুমি যাকে ভালবাসো’ গানটি এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। রেলের সে রকমই একটি কোচে ফের ভালবাসা খুঁজে পেলেন ইমন। খুঁজে পেলেন তাঁর এক খুদে অনুরাগীকে, যার মুখে এখনও পর্যন্ত কথাই ফোটেনি। কিন্তু তাতে কী, কথা না বললেও সে বলে গিয়েছে অনেক কিছু। সেই খুদের কাণ্ড ইমনকে এমনভাবে স্পর্শ করেছে যে, নিজে উদ্যোগ নিয়েই ভিডিয়ো শুট করেছেন গায়িকা।
ইমনের পোস্ট করা ভিডিয়ো থেকে যা জানা যায়: পুরী থেকে কলকাতায় ফিরছিলেন ইমন। হঠাৎই জানতে পারেন পাশের কোচে একটি পরিবার যাত্রা করছে। এবং সেই পরিবারের মধ্যমণি এক খুদে। বিদেশে বাস করে পরিবারটি এবং বাচ্চাটির কান্না থামে ইমনের একটি গানে। সেই গানটি ‘বেলাশুরু’ ছবির ‘ইনিবিনি টাপাটিনি’। সে সেই গানটি শুনেই শান্ত হয়। বিষয়টি জানতে পেরে আর কথা না বলে থাকতে পারেনি ইমন।
তারপর ইমন নিজে চোখে প্রত্যক্ষ করেন, বাবার তোলে বাচ্চাটি। গানটি চলছে মোবাইলে। গান বন্ধ হতেই ফের কান্না জুড়ে দেয় বাচ্চাটি। এ দিকে গায়িকাকে দেখে হতবাক বাচ্চার বাবা। কী বলবেন বুঝেই উঠতে পারেননি কয়েক লহমা। বাবা বলেন, এই গান হল বাচ্চার জন্য ‘ব্রহ্মাস্ত্র’। সব সময় শোনানো হয় না তাকে। যখনই খুব কান্নাকাটি করে তখনই প্লে করা হয়। তারপরই সে চুপ করে যায়। এবং সেটাই সত্যি। প্রমাণ এই ভিডিয়ো।
বিদেশে বসবাসকারী খুদে ভক্তের এই ভক্তি দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন ইমন। আর কীই বা চাইতে পারেন এক শিল্পী। ভিডিয়ো পোস্ট করে লম্বা ক্যাপশনে ইমন লিখেছেন, ” পুরী থেকে ফিরছিলাম। পাশের কোচ থেকে বেশ অনেকক্ষণ একটি বাচ্চা কাঁদছে শুনতে পাচ্ছিলাম। মাঝে-মাঝেই থেমে যাচ্ছে। আবার কাঁদছে। কান্নাটা কাছে আসছে। তারপর হঠাৎ শুনলাম আমাদের গাওয়া গান চলছে। থাকতে পারলাম না। চলে গেলাম। ভিডিয়োও করলাম। রইলো সেই সুন্দর, মিষ্টি ভিডিয়ো আপনাদের জন্য।”