Malaika Arora Pregnancy: অন্তঃসত্ত্বা মালাইকা, খবর ছড়িয়ে পড়তেই কী করলেন অর্জুন…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 15, 2023 | 10:00 PM

Bollywood Gossip: সঙ্গত অন্তঃসত্ত্বা রটনা এখন অতীত, উল্টে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এই জুটি নাকি দূরে সরেছেন একে অন্যের থেকে। অর্জুন ও মালাইকার বিচ্ছেদের খবর রটার পাশাপাশি আর একজনের সঙ্গে নাম জড়ায় অর্জুনের। তিনি কুশা কাপিলা।

Malaika Arora Pregnancy:  অন্তঃসত্ত্বা মালাইকা, খবর ছড়িয়ে পড়তেই কী করলেন অর্জুন...
মালাইকা আরোরা এক দিকে যেমন বলেই চলেছেন, তিনি বিয়ের জন্য প্রস্তুত, তিনি বিয়ে করতে রাজি, সন্তান নিতেও চান, তখন কোথায় অর্জুন কাপুর?

Follow Us

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, দীর্ঘ দিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। লকডাউনে তাঁরা একে ্ন্যের সঙ্গে লিভইন-এ আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। কখনও শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়ে করে নিয়েছেন, কখনও আবার শোনা যায় ঢিলে পোশাক পরছেন মালাইকা আরোরা, তিনি বোধহয় মা হতে চলেছেন। তবে ২০২২ সালে যখন এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, সকলেই লেখা লিখি করছিলেন, ঠিক তখনই মালাইকা আরোরার হয়ে সরব হতে দেখা গিয়েছিল অভিনেতা অর্জুন কাপুরকে। তিনি বলেছিলেন এই ধরনের খবর প্রকাশ্যে আসা ভীষণ নিম্নমানের। কেউ এই ধরনের খবর কেন লিখবে। এভাবে মিথ্যে খবর ছড়িয়ে পড়া মোটেও ঠিক নয়। কেন খবর ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা হবে না। মালাইকার পাশে দাঁড়িয়ে ছিলেন অর্জুন।

সাধারণ অর্জুন কাপুর খুব একটা সম্পর্ক নিয়ে মন্তব্য করেন না, তবে প্রয়োজনে মালাইকার হয়ে একাধিকবার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। প্রসঙ্গত অন্তঃসত্ত্বা রটনা এখন অতীত, উল্টে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এই জুটি নাকি দূরে সরেছেন একে অন্যের থেকে। অর্জুন ও মালাইকার বিচ্ছেদের খবর রটার পাশাপাশি আর একজনের সঙ্গে নাম জড়ায় অর্জুনের। তিনি কুশা কাপিলা। রটে, তাঁদের মধ্যে নাকি চলছে মন দেওয়া নেওয়ার খেলা। যদিও কুশা এ নিয়ে মন্তব্য করেছিলেন। সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেছিলেন,”প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেক বার নিজের সম্পর্কে এই সব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, মা যেন পড়ে না ফেলে।” তবু গুঞ্জন থামেনি। যদিও এবার সবটা থামিয়ে আবারও মালাইকার পাশে অভিনেতা।

Next Article