Kanika Kapoor: তিন সন্তানকে সঙ্গে নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ‘বেবি ডল’ গায়িকা কণিকা, পাত্র কে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 14, 2022 | 6:43 PM

Kanika Kapoor: ১৯৯৮ সালে রাজকে বিয়ে করেছিলেন কণিকা। তখন তাঁর বয়স নেহাতই কম। তাঁর তিন সন্তান রিয়েছে। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।

Kanika Kapoor: তিন সন্তানকে সঙ্গে নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বেবি ডল গায়িকা কণিকা, পাত্র কে?
কণিকা কাপুর।

Follow Us

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর। আগামী মে মাসেই প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে বিয়ে করতে চলেছেন তিনি। তবে তাঁর প্রথম স্বামী রাজ চন্দক ও দ্বিতীয় স্বামী গৌতমের মধ্যে রয়েছে আশ্চর্য কিছু মিল।

দুজনেই এনআরআই, আবার দুজনেই লন্ডনের বাসিন্দা। এখানেই শেষ নয়, পেশাগত দিক দিয়ে দুজনেই ব্যবসায়ী। টাইমস অব ইণ্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বিগত এক বছর ধরে গৌতমের সঙ্গে সম্পর্কে রয়েছেন কণিকা। জানা যাচ্ছে লন্ডনেই হবে বিয়ের অনুষ্ঠান। যদিও কণিকা এখনও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চাননি।

১৯৯৮ সালে রাজকে বিয়ে করেছিলেন কণিকা। তখন তাঁর বয়স নেহাতই কম। তাঁর তিন সন্তান রিয়েছে। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। বাপের বাড়ি লখনউতে দিরে আসেন কণিকা। শুরু করেন গানের জগতে তাঁর কেরিয়ার। ২০২০ সালে কোভিড বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই বছর ৯ মার্চ লন্ডন থেকে ফিরে লখনউতে এক পার্টির আয়োজন করেছিলেন তিনি। নিভৃতবাসে না থেকে পার্টি করায় তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন জনতা। এরই মধ্যে তাঁর করোনা রিপোর্টও পজেটিভও আসে। আরও নিন্দার সম্মুখীন হতে হয় তাঁকে।

বলিউডে কণিকার হিটের সংখ্যা নেহাতই কম নয়। ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’… বেশ কিছু হিট ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিও পূর্ণ। মধ্যবয়সে কেরিয়ার শুরু করেও আজ তিনি সাফল্যের চূড়ায়। বিতর্ক তাঁর জীবনে এসেছে-গিয়েছে আবারও ফিরে এসেছে। যদিও সে সব এখন অতীত। খুব শীঘ্রই নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। বিয়ে নিয়ে তিনি কবে প্রকাশ্যে মুখ খুলবেন এখন সেটাই দেখার।

 

Next Article