অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার বিয়ের আসর গত শুক্রবার থেকেই জমে উঠেছে। ক্রিকেট ম্যাচের মাধ্যমে যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে দিল্লিতে, তা এবার উদয়পুরের লীলাবতীতে শোরগোল ফেলে গিয়েছে। গোটা উদয়পুর জুড়ে যেন উৎসবের মরশুম। লীলাবতী রিসর্টের বাইরে প্রতিটা মুহূর্তে ভিড়, কে আসছেন, কে কে উপস্থিত থাকছেন, কী কী আয়োজন আনা হচ্ছে, সবটাই দর্শক দরবারে হাতেগরম উপস্থিত করতে পাপারাৎজিদের চেষ্টার ক্রুটি নেই। যদিএ গত তিন দিন ধরেই এই বিয়েকে নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে। যদিও একাধিক ছবি ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। সে পরিণীতি চোপড়ার হাতে মেহেন্দি হোক কিংবা, সঙ্গীতের অনুষ্ঠানে তাঁদের জমিয়ে নাচ, পলকে তা ভাইরাল হয়ে যায় ভক্তদের হাতে হাতে।
আইভরি রঙা লেহেঙ্গাতে সেজে উঠেছিলেন পরিণীতি চোপড়া, পাশে কালো স্যুটে সেটে উঠেছিলেন রাঘব। শোনা যায় রাঘব ও পরিণীতি সঙ্গীতের অনুষ্ঠানে টানা তিন ঘণ্টা বলিউডের গানে নেচেছেন। ইতিমধ্যেই অতিথিরা পৌঁছে গিয়েছে লীলাবতিতে দম্পতিতে আশির্বাদ করতে। অন্যদিকে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া নাকি নাও থাকতে পারেন এই বিয়ের আসরে। কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিড়িয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিয়ের আসরে উপস্থিত হয়েছেন অভিনেত্রীর বন্ধু সানিয়া মির্জা। ইতিমধ্যেই তাসাপার্টি ব্যান্ড বাজতে শুরু করেছে। শেরওয়ানিতে সেজে উঠেছেন রাঘব চাড্ডা। নৌকা করে পরিণীতিকে আনতেও বেড়িয়ে পড়লেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই সেই শুভক্ষণ। সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি ও রাঘব। সেই ছবির অপেক্ষায় এখন পলক গুনছেন ভক্তরা। যদিও পরিণীতি ও রাঘবের বিয়েতে বিভিন্ন নিয়মের ঘেরাটোপ। তার মধ্যেই একাধিক লুক এখন ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আগের দিনই সকালেই ডিজাইনার মণীশ মালহোত্রা পৌঁছে যান লীলাবতীতে। এখন দেখার কোন রঙের থিমে বিয়ের লুকে ধরা দেন বলিপাড়ার হবু দম্পতি।