পাক খেতে-খেতে অবশেষে কলকাতায় হাজির হল চরকি, যা নিয়েই এপার বাংলার সিনেমা-ওটিটিপ্রেমীদের মধ্যে শুরু হয়ে গেল হইচই। ওয়েব সিরিজ, ওটিটি কনটেন্ট এখন কমবেশি সকলেরই বিনোদনের অন্যতম প্রিয় ঠিকানা। কোভিড এবং লক়াউনের সৌজন্যে ওটিটি মাধ্যমের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। যখন খুশি যেখানে খুশি নিজের মতো করে নিজের পছন্দের গল্প দেখে নেওয়া। সিনেপ্রেমী বাঙালির জীবনে যখন বাংলা ওটিটি এল, সাদরে গৃহীত হল। কলকাতার নামি ওটিটির পাশাপাশি বাংলাদেশের ওটিটি কনটেন্ট-ও দেখতে পছন্দ করেন এপার বাংলার যে কোনও সংস্কৃতিপ্রবণ বাঙালি। তাঁদের কথা ভেবেই এবার কলকাতায় এসে গেল ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’। শুধু বাংলাদেশের কনটেন্টই নয়, তার পাশাপাশি এপার বাংলার কলাকুশলীদের নিয়েও তৈরি করা হবে নতুন-নতুন কনটেন্ট। চরকি-র সিইও রেওয়াজ রনি সাইদ বললেন, “আগামী তিন বছরে তিরিশটি নতুন কনটেন্ট নিয়ে আসছে চরকি।” কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের কাছেই প্রথম এই ঘোষণা হয়ে গেল বুধবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপার বাংলার তাবড় অভিনেতা থেকে পরিচালক সকলেই।
এখনও পর্যন্ত চরকির যে সিরিজ গুলি দর্শকরা খুব পছন্দ করেছেন, সেগুলি হল ‘নেটওয়ার্কের বাইরে’, ‘টান’, ‘নিখোঁজ’, ‘নিঃশ্বাস’, ‘গুটি’, ‘দুইদিনের দুনিয়া’, ‘দাগ’, ‘উনিশ-কুড়ি’ প্রমুখ। এবার কলকাতার কলাকুশলীদের নিয়ে এপার বাংলার গল্প বলবে চরকি। ঘটনাচক্রে সম্প্রতি হইচই-এর তরফে ঘোষণা করা হয়ে তাদের সিজ়ন ৭-এর দীর্ঘ লাইনআপ।
এই অনুষ্ঠানে হাজির ছিল বাংলাদেশের চঞ্চল চৌধুরী, পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকি প্রমুখ। জয়া আহসানের উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন নায়িকা। অন্যদিকে, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৌরভ দাস, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ। বিশেষ সূত্র অনুযায়ী, স্বস্তিকা ও চঞ্চল চৌধুরীকে চরকি-র আগামী কোনও ওয়েব সিরিজে দেখা যেতে পারে। অন্যদিকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী জানালেন, চরকি-র বাংলাদেশের একটি কনটেন্টে তাঁকে দেখা যাবে। সিরিজ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। শুধু জানিয়েছেন, বাংলাদেশের এই প্রজেক্টে একজন ভারতীয়র চরিত্র করার কথা তাঁর। তবে কলকাতায় যে চরকির তিরিশটি প্রজেক্টের কথা আছে, তাতেও তাঁকে দেখা যেতে পারে। যদিও এখনও সেই বিষয়ে কিছু বলা যাবে না।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানালেন, ইতিমধ্যে চরকি তাঁকে প্রস্তাব দিয়েছে ওয়েব সিরিজ করার জন্য। সেই বিষয়ে কাজ এখন প্রাথমিক পর্যায়ে। কলকাতার ও বাংলাদেশের অভিনেতাদের নিয়ে হবে সৃজিতের সেই সিরিজ। পরিচালক অরিন্দম শীলও জানালেন, চরকি কলকাতায় এলে অভিনেতা-পরিচালক সকলেই নিজেরা আরও কাজ করতে পারবেন। অভিনেতা সৌরভ দাসও প্রস্তাব পেয়েছেন চরকি-র তরফে।
সকলের উপস্থিতিই আভাস দেয় যে তিরিশটি প্রজেক্ট কলকাতায় চরকির জন্য আসতে চলেছে, তা কনটেন্টের দিক থেকে অবশ্যই নতুনত্ব আনবে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও চরকিতে নতুন কোনও প্রজেক্টে দেখা যেতে পারে, এমন জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কলকাতায় চরকি যে বাঙালির নতুন ওয়েব ডেস্টিনেশন হতে চলেছে, তা বলাই বাহুল্য।