গায়ক তথা সুরকার এ.আর রহমান এবার আইনি নোটিস ধরালেন অ্যাসোসিয়েশন অব সার্জেন অব ইন্ডিয়াকে। মানহানির অভিযোগ তুলে এবার এ.আর রহমান করলেন কড়া পদক্ষেপ। ক্ষতিপূরণ হিসেবে দাবি করণের ১০ কোটি টাকা। ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। অ্যাসোসিয়েশন অব সার্জেন অব ইন্ডিয়া স্থির করেছিল একটি বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করবেন। প্ল্যানে ছিলেন এ.আর.রহমান। তাঁর সঙ্গে সমস্ত চুক্তি সাক্ষর হয়ে গিয়েছিল। এই শোয়ের জন্য এ.আর.রহমানকে আগাম দেওয়া হয়েছিল ২৯.৫ লাখ টাকা। কিন্তু কিছুদিনের মধ্যেই তা বাতিল হয়ে যায়।
তামিলনাড়ু সরকার এই শোয়ের জন্য অনুমতি না দেওয়ায় ঘটে বিপত্তি। এরপর সার্জেন অ্যাসোসিয়েশনের তরফে এ.আর.রহমানের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। তিনি যথা সময় চেক ফেরত দিলেও তা বাউন্স হয়ে যায়। সমস্যা বাড়ে সেখান থেকেই। এরপর তাঁর টিমকে জানানো হয় যে যদি টাকা ফেরত না পাওয়া যায়, তবে আইনি পদক্ষেপ করা হবে। তাতেও লাভ হয়নি।
এরপর চলতি বছর ২৭ সেপ্টেম্বর সার্জেন অব অ্যাসোসিয়েশনের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ করা হয় চেন্নাই পুলিশ কমিশনারের কাছে। এরপরই পাল্টা অভিযোগ দায়ের করেন গায়ক। তাঁর দাবি, চুক্তিতে স্পষ্ট লেখা ছিল যে এই অগ্রিম টাকা ফেরত যোগ্য নয়, যদি শো কোনও কারণে বাতিল হয়। মিথ্যে বলা হচ্ছে, শুধু তাই নয়, এই অভিযোগের জন্য তাঁর যে মানহানি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে তিনি দাবি করেন ১০ কোটি টাকা। প্রসঙ্গত, শেষ মাসে এ.আর. রহমানের আরও একটি ইভেন্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যেখানে বিপুল পরিমাণ দর্শক চলে আসার কারণে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল।