Salman-Arijit: অবশেষে কী মিটল ৯ বছরের বিবাদ? সলমনের বাড়ি থেকে বেরলেন অরিজিৎ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 05, 2023 | 12:03 PM

Arijit Singh: যদিও তাতেই বেজায় খুশি ভক্তরা। এখন  যেকোনও ছবিতে অরিজিৎ সিং-এর গান মানেই ছবির জন্য এক বাড়তি মাইলেজ। ছবির গান রাতারাতি জনপ্রিয় হয়ে যায়, আর সেই সূত্র ধরে ছবি উঠে আসে চর্চায়। যে কোনও বড় ছবিতে অরিজিৎ-এর একটি গান যেন থাকবেই থাকবে।

Salman-Arijit: অবশেষে কী মিটল ৯ বছরের বিবাদ? সলমনের বাড়ি থেকে বেরলেন অরিজিৎ

Follow Us

কথা হচ্ছে গায়ক অরিজিৎ সিং ও বলিউড ভাইজান সলমন খানের। একে অন্যের সঙ্গে কাজ করতে কখনও-ই দেখা যায়নি তাঁদের। ৯ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনায় এই দুইটার একে অপরের থেকে এক প্রকার মুখ ফিরিয়েছে। কিন্তু হঠাৎই বুধবার রাতে সকলকে চমকে দিয়ে গ্যালাক্সি (সলমন খানের বাড়ি) থেকে বের হতে দেখা গেল অরিজিৎ সিংকে। সলমন খানের বাড়িতে গিয়েছেন অরিজিৎ সিং? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না নেটদুনিয়া। তাই পলকে ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই সকলের মনে জল্পনা, তবে কি ২০২৪ এর নতুন কিছু হতে চলেছে? এবার সলমন খানের হয়ে কন্ঠ দেবেন অরিজিৎ সিং? এমন কোনও প্রশ্নের উত্তরই আপাতত স্পষ্ট নয়, তবে অতীত যেন আরও একবার ফিরে এল নেট দুনিয়ায়।

ঠিক কী ঘটেছিল? 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রীতেশ দেশমুখ ও সলমন খান। এই জুটির উপর দায় বর্তায় অরিজিৎ সিংকে পুরস্কার দেওয়ার জন্য। তাঁরা নাম ডাকলেও অরিজিৎ সিং-এর আসতে একটু সময় লেগে যায়। এরপর সলমন খান প্রশ্ন করে বসেন, ‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’ তাঁর উত্তরের অরিজিৎ সিং বলেছিলেন ‘আপনারা সঞ্চালনাই এমন করছেন। বিবাদ শুরু এখান থেকেই।’ তারপর চলতে থাকে একে অপরকে কটাক্ষ করা। এরপর সলমন খান নিজের মেজাজ ধরে রাখতে না পেরে এক প্রকার চিৎকার করে বসেন। যদিও সেই মুহূর্তে সবটা সামনে নিলেও কারও বুঝতে অসুবিধা হয়নি এ বচসার রেশ থাকবে বহুদিন পর্যন্ত। তেমনটাই সত্যি হল, সেই রাত ভুলতে দুইস্টার সময় নিলেন ৯ বছর।

যদিও তাতেই বেজায় খুশি ভক্তরা। এখন  যেকোনও ছবিতে অরিজিৎ সিং-এর গান মানেই ছবির জন্য এক বাড়তি মাইলেজ। ছবির গান রাতারাতি জনপ্রিয় হয়ে যায়, আর সেই সূত্র ধরে ছবি উঠে আসে চর্চায়। যে কোনও বড় ছবিতে অরিজিৎ-এর একটি গান যেন থাকবেই থাকবে। আর সেই সুপারস্টারকে দিয়ে গান গাবেন না সলমন তা কি হয়! এখন মান অভিমানের পালা ভুলে কেবল লক্ষ্মী লাভকে পাখির চোখ করেছে বলিউড। এটা বিবাদের সময় নয়, সবটা ভুলে একযোগে দর্শক দরবারে সেরা সেরা প্যাকেজ উপহার দেওয়ার পালা, এটা বলিউডে বুঝে গিয়েছে।

Next Article