কোভিডের কোপে নাকি স্বরযন্ত্র হারিয়েছেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় এমন খবর রটেছে। যার নাকি সত্যতা নেই। ভুয়ো খবর রটার পর এ বার নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শারীরিক আপডেট দিলেন বাপ্পি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি লিখিত বার্তার মাধ্যমে বাপ্পি বলেন, ‘কিছু মিডিয়া আমাকে নিয়ে এবং আমার স্বাস্থ্য সংক্রান্ত ভুয়ো রিপোর্ট ছড়াচ্ছে জেনে অত্যন্ত খারাপ লাগল। আমার অনুরাগীদের এবং শুভ্যানুধ্যায়ীদের আশীর্বাদে আমি ভাল আছি।’ হ্যাশট্যাগে ‘ফলস রিপোর্টিং’ ব্যবহার করেছেন তিনি।
বাপ্পির কাছ থেকে এই আশ্বাস পেয়ে যারপরনাই খুশি তাঁর অনুরাগীরা। কমেন্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। স্বরযন্ত্র বিকল হয়ে যাওয়ার খবর যে ভুয়ো তা নিজেই স্বীকার করে নিলেন বাপ্পি।
গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক-কম্পোজার বাপ্পি লাহিড়ি। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলেছিল। যদিও কোভিড নেগেটিভ হয়ে কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসেন তিনি। সূত্র বলছে কোভিড নেগেটিভ হলেও দুর্বলতা রয়েছে তাঁর। আপাতত নাকি হুইলচেয়ারেই যাতায়াত করতে হচ্ছে তাঁকে। এমনকি জুহুর বাংলোতে তাঁর সুবিধার জন্য লাগানো হয়েছে একটি লিফটও। সূত্র বলছে, যারা বাপ্পিদাকে এই কয়েক মাসে দেখতে এসেছেন তাঁরা সবাই বলেছেন শরীর মোটেও ভাল নেই তাঁর। কিছুদিন ধরে তিনি কথাও বলছেন না। আর সে কারণেই অনেকেই মনে করছে বাকশক্তি বুঝি হারিয়ে ফেলেছেন তিনি।
যদিও এ সব রটনার মাঝেই সংবাদমাধ্যমকে সুরকারের ছেলে বাপ্পা জানিয়েছেন, চিকিৎসাজনিত কারণেই ইচ্ছাকৃত কথা বন্ধ রেখেছেন তাঁর বাবা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “কোভিডের পাশাপাশি বাবার ফুসফুসেরও সমস্যা দেখা দিয়েছিল। বাবাকে কথা বলতে বারণ করা হয়েছে। আর সে কারণেই রটেছে বাবা স্বর হারিয়ে ফেলেছে।” তিনি আরও যোগ করেন, “বাবা অসুস্থ। কিন্তু তাঁর প্রাণশক্তি তুঙ্গে। ভাইরাস হয়তো বাবাকে কাবু করেছে কিছুটা। সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন। কিন্তু তিনি দ্রুত সুস্থতার পথে এগচ্ছেন।” হুইলচেয়ারে বাবার চলাফেরা নিয়ে তাঁর বক্তব্য, “ডাক্তার বাবার আর এক হাঁটুও প্রতিস্থাপন করার কথা বলেছে। যদিও আমাদের কোনও তাড়া নেই।” প্রসঙ্গত, এই বছরের শুরুতে বাপ্পির এক হাঁটু প্রতিস্থাপন হয়।
আরও পড়ুন, Mimi Chakraborty: ‘অন্তরের শিশু মনের এখনও বয়স বাড়েনি’, কেন বললেন মিমি?