বছর শেষে বিশ্ব ফুটবলের কাছে খারাপ খবর। ২৯শে ডিসেম্বর মৃত্যু হয় কিংবদন্তি ফুটবলার পেলের। পেলের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ পোস্টে। বিখ্যাত ব্যক্তিরাও লেগেন্ডকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। জুনিয়র বচ্চন অভিষেক জানিয়েছেন, পেলের সই করা জার্সি তিনি রেখে দিয়েছেন নিজের অফিসে। এমন সময় পেলেকে ঘিরেই ট্রোলার মুখে পড়ে গেলেন বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার। কী করেছেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় যখন প্রায় সকলেই পেলেকে নিয়ে শোকবার্তা জানাচ্ছেন, ঠিক তখনই শুরু হয়ে তাঁকে ও পেলেকে ঘিরে ট্রোল। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর খবরে ব্যথিত মধুমিতা দুটি ফটো শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘RIP পেলে’। কিন্তু যে দুটি ছবি তিনি শেয়ার করেন, তার একটি পেলের হলেও অন্যটি নয়। সুতরাং, ভুল খেলোয়াড়ের ছবি শেয়ার করে মুহূর্তে ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে।
পেলের ছবি ভেবে যে ফুটবলারের ছবি শেয়ার করেছেন মধুমিতা তাঁর নাম ভিনিসিয়াস জুনিয়র। তাঁকে অনেকটাই পেলের মতো দেখতে। যে কারণে বুঝতে ভুল হয়েছে অভিনেত্রীর। আর তাতেই নেটিজ়েনদের রোষের মুখে পড়েছেন তিনি। ভিনিসিয়াসকে পেলে ভেবে ভুল করার কারণে অনেকে এমনও বলেছেন, “বাচ্চা ছেলেটাকে এত তাড়াতাড়ি মেরে দিলেন।” এই ঘটনায় তৈরি হয়ে গিয়েছে মিমও। একটি মিমে ভিনিসিয়াস বলছে, “আমি মরে যাইনি।”
তবে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ তা পাল্টে দিয়েছেন মধুমিতা। পোস্ট করেছেন পেলের অন্য একটি ছবি। কিন্তু তাতেও কটাক্ষ থামেনি নেটিজ়েনদের। কয়েক হাজার কমেন্ট পড়েছে তার পরেও। একজন লিখেছেন, “এডিট করলে কী হবে। আপনার স্ক্রিনশট সবার নেওয়া আছে”।