Urvashi-Rishab: ঋষভকে নিয়েই ঊর্বশীর পোস্ট, অনুমান করলেন নেটিজ়েনরা; ক্রিকেটারের জন্য প্রার্থনা করছেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 30, 2022 | 9:23 PM

Rishab in Hospital: হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে সুস্থই আছেন ঋষভ। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটের বাইরে।

Urvashi-Rishab: ঋষভকে নিয়েই ঊর্বশীর পোস্ট, অনুমান করলেন নেটিজ়েনরা; ক্রিকেটারের জন্য প্রার্থনা করছেন অভিনেত্রী

Follow Us

শুক্রবার উত্তরাখণ্ডে একটি পথ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। মাথায় গুরুত্ব চোট পেয়েছেন ক্রিকেটার। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তাঁর। সেই সঙ্গে পিঠের একাধিক অংশে রয়েছে ক্ষতও। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ‘প্রেয়িং’, অর্থাৎ ‘প্রার্থনা করছি’ কথাটি লিখেছেন অভিনেতা ঊর্বশী রাউতেলা। কিন্তু কার জন্য সেই প্রার্থনা করেছেন, তা স্পষ্ট করে একেবারেই বলেননি অভিনেত্রী। কিন্তু নেটিজ়েনরা অনুমান করেই ফেলেছেন যে, ক্রিকেটার ঋষভ পন্থের জন্যই এই পোস্ট করেছেন ঊর্বশী।

রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় ঋষভ পন্থের গাড়ি। রুরকিতে ঘটে এই দুর্ঘটনা। দেহরাদুনে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে ঋষভ পন্থের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে সুস্থই আছেন ঋষভ। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটের বাইরে।

কয়েক মাস আগেই ঊর্বশীর সঙ্গে নেটযুদ্ধ শুরু হয়েছিল ঋষভ পন্থের। ঊর্বশী জানিয়েছিলেন, ২০১৮ সালে নাকি হোটেলের লবিতে ‘RP’ ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করেছিলেন ঊর্বশীর জন্য। এই ‘RP’ বলতে তিনি বুঝিয়েছিলেন ঋষভকেই। এর পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছিলেন ঋষভও। তিনি বলেছিলেন, “আমি কেবল ভাবি, দুর্দান্ত হেডলাইন তৈরি করার জন্য কীভাবে মানুষ মিথ্যার আশ্রয় নেন। দেখে দুঃখ হয়, যশ এবং খ্যাতি পাওয়ার জন্য মানুষ কতখানি পিপাসু। ঈশ্বর তাঁদের মঙ্গল করুন।” তারপর তিনি ঊর্বশীকে বোন সম্বোধন করে বলেছিলেন, “আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যেরও সীমা থাকা প্রয়োজন।”

এরপর নেটমাধ্যমে যুদ্ধ হয় দুই তারকার মধ্যে। ট্রোলিংয়ের মুখে পড়েন ঊর্বশী। সেই সময় আরও বেশি করে ট্রোলের শিকার হয়েছিলেন অভিনেত্রী যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি এবং ভারতীয় ক্রিকেট টিমও সেখানেই ছিল।

Next Article