ফাঁস হল বলিপাড়ার অন্ধকার দিক। সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল অভিনেত্রী ও একই সঙ্গে কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে। ইতিমধ্যেই গুরুগ্রাম থেকে দুই উঠতি মডেল কে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের পাঠানো হয়েছে রিহ্যাবে। আরতি জনপ্রিয় অভিনেত্রী, তাঁকে গ্রেফতার করতে রীতিমতো চিত্রনাট্য সাজাতে হয় পুলিশকে। মুম্বই পুলিশ থেকে দুই পুলিশকর্মী খদ্দের সেজে আরতির কাছে যান। ইনস্পেক্টর মনোজ সুতারের কাছেই এই চক্রের খবর প্রথমে আসে। পুলিশ সূত্রে খবর, এর পরেই গুরুগ্রামে হোটেলে দু’টি ঘর বুক করা হয়। আরতি দুই মডেলকে নিয়ে সেখানে আসে। খদ্দের সেজে আসা দুই পুলিশের কাছ থেকে ৬০ হাজার দাবি করেন তিনি। এরপরেই সেখানে হানা দেয় পুলিশবাহিনী। হাতেনাতে ধরা হয় আরতিকে। জেরায় দেহব্যবসার কারবারের কথা শিকার করেছেন অভিযুক্ত। সঙ্গে এও জানিয়েছে ওই দুই মডেলকে ১৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
আরতির বয়স মাত্র ২৭ বছর। হিন্দি টেলিভিশনে নিয়মিত কাজ করেছেন তিনি। ‘আপনা পন’ ধারাবাহিকে কাজ করেছেন। ঝুলিতে রয়েছে ‘পরশুরাম’_এর মতো ছবিও। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে আরতি জানিয়েছিলেন, আর মাধবনের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে কাজের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নতুন নয়। এর আগে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছেন বহু অভিনেত্রী। আরতির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশও বেশ তৎপর। আর কোনও ‘সেক্স র্যাকেট’ মুম্বইয়ে সক্রিয় আছেন কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।