Sumitra Sen: অবস্থা আশঙ্কাজনক, বাড়িতে নিয়ে আসা হল সুমিত্রা সেনকে, জানালেন মেয়েরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 02, 2023 | 2:45 PM

Sumitra Sen: আপাতত পরিবারের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। হাসপাতাল সূত্র জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

Sumitra Sen: অবস্থা আশঙ্কাজনক, বাড়িতে নিয়ে আসা হল সুমিত্রা সেনকে, জানালেন মেয়েরা
বাড়িতে নিয়ে আসা হল সুমিত্রা সেনকে, জানালেন মেয়েরা

Follow Us

বিগত বেশ কিছু দিন ধরে অতীব সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। আজ অর্থাৎ সোমবার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাঁকে। টিভিনাইন বাংলাকে এমনটাই জানিয়েছেন তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। শ্রাবণী সেন বলেন, “বয়সটা তো একটা কারণ। ভাল নেই মা। মোটামুটি আছেন। ডাক্তারদের সঙ্গে কথা বলেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।” অন্যদিকে তাঁর আর এক মেয়ে ইন্দ্রাণী সেন জানিয়েছেন, অবস্থা ভাল নয়।

তবে আপাতত পরিবারের কাছেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। হাসপাতাল সূত্র জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে ডিসেম্বরে ঠান্ডা লাগে তাঁর। ধরা পড়ে ব্রঙ্কোনিউমোনিয়া। ইতিমধ্যেই শরীরের বিভিন্ন অঙ্গে তাঁর প্রভাব পড়েছে। উৎকণ্ঠায় গোটা পরিবার।

প্রসঙ্গত, তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন দুজনেই সঙ্গীত জগতের পরিচিত নাম। সুমিত্রা সেনও রবীন্দ্রসঙ্গীত জগতে কিংবদন্তী। তাঁর গলায় ‘সখী ভাবনা কাহারে বলে’, ‘মধুর মধুর ধ্বনি বাজে’ আজও সমানভাবে জনপ্রিয়। সুমিত্রা দেবীর বয়স ৮৯ বছর। দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই বয়সই। গত ২১ ডিসেম্বর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু সঙ্কট এখনও কাটেনি। উৎকণ্ঠায় গোটা পরিবার। শুধু পরিবারই নয়, শিল্পীকে নিয়ে চিন্তায় সাধারণও। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই সকলের।

Next Article