নতুন বছর শুরু হয়েছে। ২০২৩ সাল নিয়ে অনেকের অনেক প্রত্যাশা। অনেকে অনেক নতুন স্বপ্ন দেখছেন এই নতুন বছরে। নতুন স্বপ্ন সাজাচ্ছেন স্বপ্ননগরীর (পড়ুন মুম্বইয়ের) ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। তাঁর চেহারা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এমনকী গোটা বিশ্বে হৃত্বিক অন্যতম সুন্দর পুরুষদের একজন। আর নতুন বছরটাও তিনি শুরু করলেন সুন্দর একটি ছবি পোস্ট করে। সেই পোস্টে দেখা যাচ্ছে নিজের সিক্স প্যাকের ছবি দিয়েছেন অভিনেতা। এবং তা দেখে অনুরাগীরা ফিদা হয়েছেন লহমায়। তাঁদের উত্তেজনা আর ধরেই না।
কেবল অনুরাগীরা নন, বলিউডের তারকারাও মোহিত হয়েছেন হৃত্বিকের নয়া লুকে। বরুণ ধাওয়ান মুগ্ধ হয়েছেন। তিনি লিখেছেন, “ওকে তা হলে।” পুনীত মালহোত্রা লিখেছেন, “বুম”। তারপর শেয়ার করেছেন একটি আগুনের ইমোটিকন। জিব্রান খান, যিনি ‘কভি খুশি কভি গম’ ছবিতে অভিনয় করেছিলেন, তিনি লিখেছেন, “রেজ়িং দ্য বার অলওয়েজ়”।
কিছুদিন আগেই দুই ছেলে রেহান, হৃদান, প্রেমিকা সাবা আজ়াদ, কাজ়িন ঈশান এবং পাশমিনার সঙ্গে ফ্রান্সে ছুটি কাটাতে গিয়েছিলেন হৃত্বিক। অ্যাল্পস পাহাড়ে স্কি রিসোর্টে কাটানো আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বড়দিনের ছুটি তিনি সেখানেই কাটিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, “সুন্দর মানুষরা, মেরি ক্রিসমাস”। তা দেখে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খান ভালবাসার ইমোটিকন পোস্ট করেছেন। বাবা রাকেশ রোশন লিখেছেন, “সুন্দর পরিবার, তোমাকে মিস করছি”।
দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘ফাইটার’-এর প্রস্তুতি নিচ্ছেন হৃত্বিক। এটিই দীপিকার সঙ্গে তাঁর প্রথম কাজ। মাস খানেক আগে হৃত্বিকের ‘বিক্রম বেদা’ ছবিটি মুক্তি পেয়েছে।