Dadasaheb Phalke Awards 2023: দক্ষিণ না বলিউড, ‘দাদাসাহেব ফালকে’ তালিকায় সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার কার ঝুলিতে?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 21, 2023 | 11:59 AM

Dadasaheb Phalke International Film Festival awards 2023 Winners: তালিকা সামনে আসতেই দক্ষিণ বনাম বলিউড চর্চা বর্তমান।

Dadasaheb Phalke Awards 2023: দক্ষিণ না বলিউড, দাদাসাহেব ফালকে তালিকায় সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার কার ঝুলিতে?

Follow Us

‘দাদাসাহেব ফালকে’ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের সম্পূর্ণ তালিকা সামনে আসে সোমবার। যেখানে দক্ষিণী ও বলিউডের সমানে সমানে টক্কর বর্তমান। একদিকে যেমন তালিকায় জায়গা করে নিয়েছে ‘আরআরআর’ তেমনই তালিকাতে রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। একদিকে যেমন প্রশংসা পেয়েছেন ঋষভ শেট্টি, তেমনই অন্যদিকে চর্চায় উঠে এসেছেন আলিয়া ভাট কিংবা রণবীর কাপুর। টিভি দুনিয়াতেও চর্চার কেন্দ্রে একাধিক স্টার। চলতি বছর সেরার তালিকায় ঠাঁই কাদের, কোন বিভাগে পুরস্কার উঠল কার হাতে, রইল সেই তালিকা।

সেরা ছবি- দ্য কাশ্মীর ফাইলস
সেরা পরিচালক- আর বাক্লি (চুপ)
সেরা অভিনেতা- রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র পার্ট ১)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিওয়াড়ি)
সেরা সম্ভাবনাময় অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা পাশ্বচরিত্র- মণীষ পাল (যুগ যুগ জিও)
ছবির জগতে অনবদ্য অবদান- রেখা
সেরা ওয়েব সিরিজ়- রুদ্র
সেরা ক্রিটিস অভিনেতা- বরুণ ধাওয়ান (ভেড়িয়া)
বছর সেরা ছবি- আরআরআর
বছর সেরা টিভি সিরিজ়- অন্নপূর্ণা
সেরা বহুমুখী প্রতিভা- অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস)
টিভির পর্দায় সেরা অভিনেত্রী- তেজস্বী প্রকাশ (নাগিন)
সেরা গায়িকা- নীতি মোহন (মেরি জান)

তালিকা সামনে আসতেই দক্ষিণ বনাম বলিউড চর্চা বর্তমান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক একটি পোস্টে যেমন জায়গা করে নিয়েছে রাম চরণ বা জুনিয়ার এনটিআর-এর উল্লেখ, তেমনই আবার রাজামৌলীর উল্লেখও মিলছে বেশ কিছু পোস্টে। তবে বছর সেরা ছবির পুরস্কার আরআরআর-এর দখলে থাকায়, এই বিতর্ক খুব একটা দানা বাঁধল না। অন্যদিকে কেজিএফ ভক্তদের মনেও বেশ কিছুটা আক্ষেপ বর্তমান।

Next Article