এইও মুহূর্তে বলিউডে সবচেয়ে বড় খবর। বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। শুধু যে বিয়ে করেছেন তা নয়, ইন্ডাস্ট্রির দু-চার জন বাদে কেউই জানতেন না যে তিনি বিয়ে করছেন। তাঁর স্বামী সোনু ওরফে শাহনওয়াজ আদপে দেবলীনার জিম ট্রেনার। দীর্ঘদিন ধারাবাহিকে ‘গোপী বহু’র চরিত্রে অভিনয় করেছিলেন দেবলীনা। সেখানে তাঁর শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যায় রূপল পটেলকে। রূপল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেবলীনার বিয়ের আমন্ত্রণ পাননি তিনিও। কিন্তু কেন?রূপলের কথায়, “আমায় কোনও আমন্ত্রণ জানানো হয়নি। আমি তো মুম্বইয়েও ছিলাম না, আমি জানতামও না যে, দেবলীনা বিয়ে করছে। ও ভাল বন্ধু। একজন ভাল অভিনেতা। কিন্তু এই ধরনের কোনও খবর আমার কাছে ছিল না। তিনি যোগ করেন, “হতে পারে খুব জলদি বিয়ে সেরে নিতে চেয়েছিল ও। হতে পারে পরে রিসেপশনের আয়োজন করতে পারে। কিন্তু ওই যে বললাম, ওর বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না।”
রূপল ওরফে কোকিলা বহেন তাঁর অনস্ক্রিন বৌমার বিয়ের ব্যাপারে না জানলেও সূত্র জানাচ্ছে, বেশ অনেক দিন ধরেই ওই সোনুর সঙ্গে সম্পর্ক দেবলীনা। জিম ট্রেনার যে কখন জীবনের সঙ্গে জুড়ে গিয়েছেন তা বুঝতে পারেননি নিজেরাও। সাদামাঠা পরিবারে সাধারণ ছেলে তিনি। তাই সেলিব্রিটি স্ত্রীয়ের বিয়েতে অতিরিক্ত জাঁকজমক চাননি নিজেই। সেই ইচ্ছাকেই মান্যতা দিয়েছেন দেবলীনা। একেবারেইও ঘরোয়া ভাবে বিয়ে সেরেছেন তিনি। এতটাই গোপনীয়তা বজায় রেখে সবের আয়োজন হয়েছে যে টের পায়নি পাপারাৎজিও।
বিগবসে থাকাকালীনই সহ প্রতিযোগী প্রতীক সহজপালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা। প্রতীকের জন্য নাকি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে– এ কথা নিজেই জানিয়েছিলেন দেবলীনা। যদিও সে সব অতীত। নতুন জীবন নিয়ে দারুণ খুশি অভিনেত্রী। এক রিয়ালিটি শো থেকে উত্থান দেবলীনার। সেখান থেকে সুযোগ মেলে হিন্দি ধারাবাহিকে। তাঁর ‘গোপী বহু’ চরিত্রটিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। তবে এবার এক নতুন জীবনে পা রাখলেন তিনি। ভক্তরা জানিয়েছেন শুভেচ্ছা।