Malaika VS Nora: ফ্লোর কাঁপালেন আইটেমগার্ল ডুয়ো, ‘ছাঁইয়া-ছাঁইয়া’ ডান্সে ভাইরাল নোরা বনাম মালাইকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 19, 2022 | 1:20 PM

Viral Video: শরীরী ভাঁজে ফ্লোরে এক কথায় আগুন ধরালেন জুটি। যাঁদের দেখা মাত্রই ভক্ত মহলের চক্ষু চড়ক গাছ। হটনেসের ঝড়ে তাক লাগে ভক্তমনে।

Malaika VS Nora: ফ্লোর কাঁপালেন আইটেমগার্ল ডুয়ো, ছাঁইয়া-ছাঁইয়া ডান্সে ভাইরাল নোরা বনাম মালাইকা

Follow Us

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চিত ওটিটি শো মুভিং ইন উইথ মালাইকা (Moving In With Malaika)। এই শো ঘিরে বিগত কিছুদিন ধরেই একের পর এক খবর হয়ে উঠছে ভাইরাল। মালাইকা আরোরার (Malaika Arora) শো-তে বিভিন্ন সময় বিভিন্ন সেলেবদের উপস্থিত থাকতে দেখা যাচ্ছে, যাঁদের সঙ্গে মালাইকার আড্ডায় উঠে আসতে দেখা যাচ্ছে একাধিক জানা অজানা বিটাউনের অন্দরমহলের চর্চিত বিষয়। ককনও প্রসঙ্গে ট্রোলিং কখনও আবার সম্পর্কের জল্পনায় ঘি ঢেলে নেটপাড়া ভাইরাল হচ্ছে ভিডিয়ো। সম্প্রতি তাঁর শো-তে উপস্থিত হতে দেখা যায় করণ জোহরকে (Karan Johar)। তিনিও মালাইকাকে পাল্টা বেশকিছু প্রশ্নে অস্বস্তিতে ফেলেছিলেন। এবার মালাইকাকে দেখা গেল নোরা ফাতেহিকে (Nora Fatehi) নিয়ে এমন আড্ডায় মাততে, যেখানে চেয়ার ছেড়ে উঠে যেতে বাধ্য হন নোরা। ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা আরোরা বরাবরই আইটেম ডান্সে বোল্ড লুকে ধর দেন।

আর বিটাউনের সেই টপ আইটেম ডান্সে ইদানিং ঝড় তুলছেন সেলেব নোরা ফাতেহি। তাঁর ডান্স ছবির ক্ষেত্রে বর্তমানে এক এক্সট্রা মাইলেজ। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া সেই সেলেবের সঙ্গে কড়া টক্করে সামিল এবার মালাইকা আরোরা। ফলে বোঝাই যায় তাঁদের জুটিতে ঝড় উঠবে নেটপাড়ায়। আর টিজ়ার মুক্তির পর ঠিক তেমনই ছবি চোখে পড়ল ভক্তদের। এ কোন লুকে ধরা দিলেন নোরা ফাতেহি ও মালাইকা আরোরা! ৩০ সেকেন্ডের ভিডিয়ো সামনে আসতেই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়।

হট মুভ, শরীরী ভাঁজে ফ্লোরে এক কথায় আগুন ধরালেন জুটি। যাঁদের দেখা মাত্রই ভক্ত মহলের চক্ষু চড়ক গাছ। হটনেসের ঝড়ে তাক লাগে ভক্তমনে। তাঁদের লুক এক কথায় ভাইরাল। সেলেব দুনিয়ায় এই দুইয়ের দাপট ডান্স ফ্লোরে ঠিক কতটা ত আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে হটনেসে মুখোমুখি টক্করে যখন সামিল নোরা ও মালাইকা, এক কথায় তাঁদের দেখে অবাক সকলেই। উধাও মালাইকার বয়স, নোরার পাশে দাপটের সঙ্গে নিজেকে আরও একবার প্রমাণ করলেন এই সেলেব।

Next Article