Dhanush: তিরুপতিতে চুল দান করলেন ধনুষ, প্রকাশ্যে ছবি আসতেই জল্পনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 03, 2023 | 8:36 PM

Viral Picture: কপালে তিলক, মন্দির থেকে বের হতে ফ্রেমবন্দি ধনুষ। সঙ্গে ছিল তাঁর পরিবার। এই ছবি প্রকাশে আসতেই দু'ভাগে বিভক্ত নেট দুনিয়া।

Dhanush: তিরুপতিতে চুল দান করলেন ধনুষ, প্রকাশ্যে ছবি আসতেই জল্পনা তুঙ্গে

Follow Us

দক্ষিণী স্টার ধনুষ, বলিউডেও কম ছবি করেননি। একের পর এক ছবি ঘিরে বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা। ব্যক্তিগত জীবনের জেরেও একাধিকবার তিনি চর্চিত। ঝড়ের গতিতে ভাইরালও হয়েছেন তিনি একাধিকবার। তবে কোথাও গিয়ে যেন ধনুষ বেশ কিছুদিন হল লাইম লাইটের আড়ালে। তবে এবার একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তারই মাঝে দুই ছেলেকে নিয়ে এবার ফ্রেমবন্দী হলেন অভিনেতা। মাথায় নেই চুল। তিরুপতি মন্দির থেকে বের হতে দেখা গেল ধনুষকে। সঙ্গে ছিল তাঁর মা বাবা ও দুই সন্তান। ধনুষের মতো তাঁর দুই সন্তানের মাথাতেও এদিন বিন্দুমাত্র চুল ছিল না। সূত্রের খবর তিরুপতিতেই চুল দান করেছেন তারা। বাবাকে অনুসরণ করে দুই ছিল তিরুপতিতে এদিন চুল দান করে।

কপালে তিলক, মন্দির থেকে বের হতে ফ্রেমবন্দি ধনুষ। সঙ্গে ছিল তাঁর পরিবার। এই ছবি প্রকাশে আসতেই দু’ভাগে বিভক্ত নেট দুনিয়া। কারও কথায় এটাই ধনুষের আগামী ছবির লুক। তার আগে অভিনেতা চুল দান করে এলেন তিরুপতিতে। কেউ আবার কোনও পারিবারিক মানতের কথা উল্লেখ করলেন। তবে ধনুষ এবার ধামাকাদের কাম ব্যাক করতে নিজেকে তৈরি করছেন এই জল্পনা বহুদিন ধরেই দক্ষিণী দুনিয়ায় তুঙ্গে। ধনুষের পরবর্তী ছবিতে নিজের ১০০ শতাংশ নিংড়ে দিয়ে আবারও প্রথম সারিতে ফিরে আসতে মরিয়া। বর্তমানে দক্ষিণ স্টার মানে রামচরণ জুনিয়র এনটিআর কিংবা প্রভাস বা যশ, একটা সময় ধনুষের নাম সবার আগে উঠে আসত। তবে এখন সেসব অতীত, যদিও ময়দান ছেড়ে বেরিয়ে যাওয়ার পাত্র ধনুষ নন। সেই কারণেই জমি আঁকড়ে পড়ে রয়েছেন অভিনেতা। আবারও ব্লকবাস্টার দিয়ে ভক্তদের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।।তার আগে ঈশ্বরের থেকে আশীর্বাদ নিয়ে নিলেন অভিনেতা বলেই অনুমান ভক্তদের।

Next Article