বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নজরে আসবে একটাই ভাইরাল খবর, আর তা হল অস্কার মঞ্চে থাপ্পড় কাণ্ড। স্মিথের চড় যেন ভোলার নয়। ক্রিস রককে কেন এই চড় মেরেছেন স্মিথ তা সকলের কাছে স্পষ্ট হলেও, অনেকেই নানা মত পোষণ করছেন বর্তমানে এই প্রসঙ্গে। যদিও নিজেকে সরিয়ে নিয়েছেন অস্কার থেকে স্মিথ, তবুও বিতর্ক যেন থামার নয়। সেলেব মহল থেকে শুরু করে সাধারণ মানুষ. প্রত্যেকেই কিছু না কিছু মতামত দিয়েই চলেছেন প্রতিটা মুহূর্তে, কেউ করছেন ব্যঙ্গ, কেউ আবার করছেন কড়া সমালোচনা, আর অক্ষয়পত্নী টুইঙ্কেল এবার তারই মধ্যে জুড়ে দিলেন হাসির খোরাক।
বিষয়টা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বেশ কিছুটা স্পষ্ট হয়ে যায়। এই চড়ের প্রসঙ্গ কোথা থেকে এলো স্মিথের মাথায়! এমন প্রশ্ন যদি কারুর মনে থেকে থাকে, তবে এবার তার উত্তর দিলেন টুইঙ্কেল। জানালেন, ‘২০১৯ সালে ভারত সফরে এসেছিলেন স্মিথ। তখন তিনি জানিয়েছিলেন, এখান থেকে তিনি অনেক কিছু শিখে যাচ্ছেন, সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তখন বিষয়টা স্পষ্ট না হলেও এখন বিষয়টা ভীষণভাবেই স্পষ্ট।’ তবে কি ভারতই স্মিথকে চড় মারতে শেখালো! টুইঙ্কেলের মতে উত্তরটা হ্যাঁ।
করণ জোহার অভিনীত ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবিতে অনন্যা পান্ডের গালে যখন তাঁর বাবা শাসনের কারণে একটা সপাটে চড় মারে, ঠিক তখনই স্মিথ বুঝে গিয়েছিলেন, ভারতের বুকে কেন সকলে একে অন্যকে শিক্ষা দেওয়ার প্রসঙ্গে টেনে একটা চড় মারব বলে থাকে। এখানে অধিকাংশ অভিভাবকদেরই অস্ত্র হল টেনে একটা চড় মারা। সেই প্রসঙ্গেই এবার মজার ছলে স্মিথকে নিয়ে ঠাট্টা করতে পিছু পা হলেন না টুইঙ্কের খান্না। তাঁর পোস্টের প্রথম অংশেই সেই জন্য প্রশ্ন উঠে আসে, এই চড়ের জন্য দায়ী কে স্মিথ না ভারত। বর্তমানে টুইঙ্কেলের এই পোস্টেই মজেছে নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। যে কোনও বিষয় কমেন্ট করতে পিছু পা হন না তিনি। এবার খানিকটা দেরিতে হলেও নিরাশ করলেন না ভক্তদের।
আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত