Harrdy Sandhu: মঞ্চে উঠে হার্ডির কানে জিভ মহিলার, গায়কের প্রশ্ন, ‘উল্টোটা যদি হত’?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 31, 2023 | 6:18 PM

Harrdy Sandhu: পছন্দের তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা স্বাভাবিক, কিন্তু তা যদি পৌঁছে যায় যৌনহেনস্থায় তখন? মেনে নেওয়া যায় কী? আরও বড় প্রশ্ন হল, হেনস্থাকারী যদি একজন মহিলা হন, আর হেনস্থার শিকার একজন পুরুষ, সে ক্ষেত্রে কি মেলে সঠিক বিচার? গায়ক হার্ডি সান্ধুর সঙ্গে ঘটে গিয়েছে এমনই এক ভয়াবহ ঘটনা।

Harrdy Sandhu: মঞ্চে উঠে হার্ডির কানে জিভ মহিলার, গায়কের প্রশ্ন, উল্টোটা যদি হত?
হার্ডি সান্ধু।

Follow Us

পছন্দের তারকাকে ঘিরে ভক্তদের উন্মাদনা স্বাভাবিক, কিন্তু তা যদি পৌঁছে যায় যৌনহেনস্থায় তখন? মেনে নেওয়া যায় কী? আরও বড় প্রশ্ন হল, হেনস্থাকারী যদি একজন মহিলা হন, আর হেনস্থার শিকার একজন পুরুষ, সে ক্ষেত্রে কি মেলে সঠিক বিচার? গায়ক হার্ডি সান্ধুর সঙ্গে ঘটে গিয়েছে এমনই এক ভয়াবহ ঘটনা। যা বর্ণনা করে রীতিমতো শিহরিত ও ভীত এই গায়ক। কী ঘটেছে? গায়ক জানান, এক বিয়েবাড়িতে জ্ঞান গাইতে গিয়েছিলেন তিনি। সেখানেই হাজির ছিলেন বছর চল্লিশের এক মহিলা। গায়কের গানে তিনি নাচছিলেন শুরু থেকেই।

হার্ডির কথায়, “এক পর্যায়ে উনি আমাকে বারংবার অনুরোধ করতে থাকেন স্টেজে আসার। আমি প্রথমটায় ফিরিয়ে দিলেও এরপর বলি ঠিকাছে। তিনি আসেন। নাচতে শুরু করেন দেন। নাচা হয়ে গেলে আমায় জড়িয়ে ধরার আকুতি করতে পারেন। আমায় যেই উনি ‘হাগ (জড়িয়ে ধরা) করেন ঠিক তখনই ঘটে যায় এই ঘটনা। কী আর বলব! উনি আমার কানের মধ্যে জিভ ঢুকিয়ে দেন!” গায়কের প্রশ্ন, “শুধু একটা কথা ভাবুন যদি উল্টো হত ব্যাপারটা। মানে যদি আমি মহিলা আর সেই ব্যক্তি পুরুষ হতেন? তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আমাদের সঙ্গেও এই সব হয়ে থাকে।”

তবে শুধু হার্ডিই নয়। কিছু দিন আগে অরিজিৎ সিংকেও পড়তে হয়েছিল হেনস্থার মুখে। না যৌন হেনস্থার স্বীকার তাঁকে হতে হয়নি ঠিকই, তবে এমন ভাবে আহত হয়েছিলেন যে হাতে ব্যান্ডেজ বাঁধতে হয় গায়ককে। তাঁর কনসার্ট চলাকালীন এক মহিলা ভক্ত হ্যান্ডশেক করার অছিলায় হাত মুচড়ে দেন গায়কের। ব্যথায় কাতরাতে থাকেন অরিজিৎ। ওই মহিলাকে পাল্টা ধমকও দিয়েছিলেন তিনি। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গিয়েছে। হেনস্থা যে শুধুমাত্র শারীরিক তা কিন্তু নয়, মঞ্চে গাইতে উঠে মানসিক হেনস্থারও শিকার হন শিল্পীরা। এই যেমন আতিফ আসলাম, সম্প্রতি তিনি যখন গান গাইছিলেন তখন মঞ্চে তাঁকে লক্ষ্য করে টাকা ছোড়েন এক ভক্ত। আতিফ অপমানিত বোধ করেন ও কড়া ভাষায় জবাবও দেন। বারেবারেই অপদস্থ হতে হচ্ছে শিল্পীদের, প্রশ্ন একটাই, এর সমাধান কোথায়?

Next Article