Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSR: মৃত্যুর আগে পর্যন্ত যে ফ্ল্যাটে ছিলেন সুশান্ত, তাই এবার কিনলেন কোন বলি নায়িকা?

Adah Sharma: কিছু দিন আগেই ওই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছিল আদাহকে। তখনই প্রশ্ন উঠেছিল, তবে কি ওই ফ্ল্যাটে পা রাখতে চলেছেন আদাহ?

SSR: মৃত্যুর আগে পর্যন্ত যে ফ্ল্যাটে ছিলেন সুশান্ত, তাই এবার কিনলেন কোন বলি নায়িকা?
কোন বলি নায়িকা?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 8:06 PM

বান্দ্রার এক ফ্ল্যাট থেকে ২০২০ সালের ১৪ জুন উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। তাঁর মৃত্যুর তিন বছর কেটে গিয়েছে। যে ফ্ল্যাটে সুশান্ত থাকতেন গত তিন বছর ধরে সেই ফ্ল্যাটের খদ্দের মিলছিল না কিছুতেই। বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি কিছুই। তবে সম্প্রতি বলিউডের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বহু চেষ্টার পর অবশেষে ওই ফ্ল্যাটের খদ্দের মিলেছে। তা নাকি কিনে নিয়েছেন এক বলি নায়িকা। তিনি আর কেউ নন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা।

কিছু দিন আগেই ওই ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা গিয়েছিল আদাহকে। তখনই প্রশ্ন উঠেছিল, তবে কি ওই ফ্ল্যাটে পা রাখতে চলেছেন আদাহ? অবশেষে আদাহর টিমের তরফে জানানো হয়েছে ফ্ল্যাটটি কিনেছেন তিনি। যদিও এ বিষয়ে আদাহকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, তিনি জানাবেন,যদি সব সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় তবে নিজেই সংবাদমাধ্যমকে সেই খবর দেবেন।

শেষ দিনগুলি ওই ফ্ল্যাটেই কাটিয়েছেন আদাহ, ওই ফ্ল্যাটেরই এক ঘর থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে আলোচবা আরও জারি। তাঁর মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। সুশান্তের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। মাদক মামলা গ্রেফতার হন রিয়া। কেটে গিয়েছে বহু দিন, তবু আজও স্মৃতি নিয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটটি। আদাহ কবে সেখানে ওঠেন, এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Adah Sharma (@adah_ki_adah)