Hema Malini: বিহু বিহারিদের উৎসব! ভুল বলে ক্ষমা চাইলেন সাংসদ হেমা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 14, 2023 | 9:42 PM

Hema Malini: বেজায় বিপাকে হেমা মালিনী। বিহুকে বিহারিদের উৎসব বলে ব্যাপক ট্রোলড হলেন তিনি। ১৪ এপ্রিল থেকে অসমে শুরু হয়েছে বিহু উৎসব।

Hema Malini: বিহু বিহারিদের উৎসব! ভুল বলে ক্ষমা চাইলেন সাংসদ হেমা
হেমা মালিনী।

Follow Us

 

বেজায় বিপাকে হেমা মালিনী। বিহুকে বিহারিদের উৎসব বলে ব্যাপক ট্রোলড হলেন তিনি। ১৪ এপ্রিল থেকে অসমে শুরু হয়েছে বিহু উৎসব। চলবে ২০ তারিখ অবধি। নতুন বছরে ধান বপন উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উৎসব অসমের অন্যতম আকর্ষণ। অসমের জাতীয় উৎসবও বটে। আর সেই উপলক্ষেই টুইটারে হেমা লেখেন, “এখন ধান বপনের সময়। তামিজ পুতান্ডু (নতুন বছর), বৈশাখী (পঞ্জাব), বিহু (বিহার) ও পয়লা বৈশাখ অথবা নববর্ষ (বাংলা)য় এই সব অনুষ্ঠানে মুখরিত হবে দেশ। সবাইকে এই উৎসবের শুভকামনা।” হেমার ওই টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। হেমাকে টুইটারেত্তিরা মনে করিয়ে দেন, তিনি যা লিখেছেন, তা একেবারেই ভুল। একজন লেখেন, “বিহু কোথায় তাই জানেন না, এসেছেন শুভেচ্ছা জানাতে? এই কারণেই তারকাদের ভক্ত নই।” যদিও ভুল বুঝতে পেরে অপর এক টুইটে ক্ষমা চেয়ে নেন তিনি। লেখেন, “ভুলবশত আমি বিহুকে বিহারের উৎসব বলে ফেলেছি। অসমের উৎসব হবে।” যদিও ভক্তদের মন ভেজেনি। কটাক্ষ চলছেই।

শুক্রবার অসমের বিহু উৎসবে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উৎসবের আমেজে মেতে উঠেছিলেন তিনিও। প্রসঙ্গত, কিছু দিন আগেই মেট্রো ও অটোতে চড়ে চমকে দিয়েছিলেন হেমা। জানিয়েছিলেন, যানজট এড়াতেই এই পন্থা নিয়েছেন তিনি। যদিও সে সময়ও কটাক্ষের মুখোমুখি হতে হয় মথুরার সাংসদকে। অনেকেই বলেন, “রোজ এমন ভাবে যাতায়াত করতে পারবেন তো?” সেই ঘটনা যেতে না যেতেই আরও এক ঘটনা। ক্ষমা চেয়েও লাভ হচ্ছে না।

Next Article