একের পর এক বিতর্ক। জীবন জুড়ে শুধুই সমালোচনা। অথচ তিনি জনপ্রিয়। তাঁর গানের ভক্ত দুই বাংলা জুড়েই বিদ্যমান। কথা হচ্ছে বাংলাদেশ গায়ক নোবেলের। ‘সারেগামাপা’ রিয়ালিটি শো-য়ে অংশ নিয়েছিলেন নোবেল। সেখান থেকেই মূলত জনপ্রিয়তা পান তিনি। তবে সম্প্রতি ‘প্রথম আলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই শো নিয়ে মুখ খুললেন নোবেল। কেন তিনি আড়ালে এ বিষয়ে প্রশ্ন করা হকে তিনি জানান, ‘সারেগামাপা’র ওই অধ্যায় ভুলে থাকতে চান তিনি। বলেন, “আমি সারেগামাপা নোবেলকে ভুলে থাকতে চাই। এই রিয়েলিটি শোর ফেমটা আমার জন্য ধার করা ফেম মনে হয়। ওখান থেকে পরিচিতি এলেও এখন আর আমি ওই পরিচয়ে পরিচিত হতে চাই না। এটি ধার করা জনপ্রিয়তা।” কেন ওই জনপ্রিয়তা তাঁর কাছে ‘ধার করা’, সে বিষয়েও নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন নোবেল। তিনি যোগ করেন, “সে সময় আমি অন্য শিল্পীর গান গেয়ে জনপ্রিয় হয়েছি। এখন আত্মসম্মানে আঘাত করে এটা। আমি ভাবি, মানুষের গান দিয়ে পরিচিতি পেলেও দিন শেষে শিল্পীর পরিচয় থাকবে তাঁর নিজের গান দিয়ে। এরই মধ্যে আমার ১০টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। দু-একটি আলোচিত হয়েছে। ১৪টি গান নিয়ে করা অ্যালবাম থেকে যদি দুটি গানও হিট হয়, তাহলেও আমার অ্যালবাম সার্থক। মানুষ আমার আগের ভার্সনটা ভুলে যাক।”
নোবেল চাইলেও নিত্যদিন তাঁকে নিয়ে আলোচনা চলছেই। আলোচনা তাঁর ফেসবুক পোস্ট নিয়েও। সম্প্রতি ফেসবুকে তিনি লেখেন, “সব অঘটন আমার সঙ্গেই ঘটেচ্ছে। হৃদয় ভেঙে গিয়েছে, মাদক আর মদ। মাথায় ৭০টা সেলাই পড়েছে। আমার প্রাক্তন স্ত্রী সেই কারণে খুশি হয়েছে।” এখানেই থামেননি তিনি। আরও লেখেন, “কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছে আমার, শুধুমাত্র মৃত্যুই এখন বাকি আছে। তোমাকেও স্বাগত প্রিয়। তোমাকেও গ্রহণ করে নেব।” এরপরেই ফ্যানেদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা। তবে কি চরম কোনও পদক্ষেপ করতে চলেছেন গায়ক?
ফ্যানেরা আর্জি জানান, হতাশা থেকে বেরিয়ে তিনি যেন আবারও নতুন ভাবে সবটা শুরু করেন। তবে নেটিজেনদের অধিকাংশই নোবেলের এই পরিস্থিতির জন্য দায়ী করেন তাঁকেই। একজন লিখেছেন, “ভাইয়া নিজের দোষে আজকে সবকিছু হারিয়েছেন মানুষ আপনার ট্যালেন্ট কে ভালোবাসতো ঠিকই কিন্তু আপনি নিজে নিজের ক্যারিয়ার ধ্বংস করেছেন তবে এখনও নিজেকে শুধরে নিন দেখবেন সব ভালো হবে । ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজে ভালো পথে চলুন সব ভালো হবে”। আর একজনের মন্তব্য,”ভাই,সত্যি আপনার জন্য খারাপ লাগে।আপনি ঠিক মতো নিজের ক্যারিয়ার এর দিকে নজর দিলে,জ্যামস আইয়ুব বাচ্চুর পর হয়তো আপনার নাম থাকতো।নিজের ক্যারিয়ার টা নিজেই নষ্ট করছেন। সব শেষে একটা কথাই বলবো,বাকি দিনগুলো ঠিকঠাক ভাবে চলুন।আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।”