জন্মাষ্টমী আগত। আর কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীকৃষ্ণ ভক্তদের বহু প্রতিক্ষিত উৎসবের সূচনা হবে। ভারতের নানা জায়গায় পালিত হয় দিনটি। রাত বারোটার ঘণ্টা বাজলেই শুরু হয় উৎসব। উল্লেখযোগ্যভাবে পালিত হয় মথুুরা-বৃন্দাবনের মতো জায়গায়। প্রচুর ভক্ত সমাগম হয় প্রতিবছর।
কিন্তু ২০২০-২০২১ সাল তো অন্যান্য বছরের মতো স্বাভাবিক বছর নয়। এই দুটি বছর প্রত্যেক উৎসবে কাঁটার মতো বিধছে করোনা। এই বেয়ারা ভাইরাসের কারণেই যত সমস্যা। সংক্রমণ ছড়ানোর ভয়। তাই জমায়েতে রাশ টানা হয়েছে একাধিকবার। অনেক মানুষের প্রাণ গিয়েছে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে। ভ্যাকসিনের কারণে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।
Janmashtami – time for a happy celebration of Krishna’s birth to rid the world of potent evil. At Mathura,thousands have congregated to celebrate this event-such is the bhakti & fervour!My request is for all to be careful,wear masks & observe all rules.Please take care &be safe? pic.twitter.com/wx6cPvupzA
— Hema Malini (@dreamgirlhema) August 29, 2021
জন্মাষ্টমী এমন এক উৎসব, যেখানে মানুষ জড়ো হয়ে উৎসবে মেতে ওঠে। তাতেই হুশিয়ারি দিয়েছেন হেমা। লোক সভার সদস্য অভিনেত্রী টুইট করে লিখেছেন, “পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাসের জন্য জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। প্রতিবছর মথুরায় জন্মাষ্টমী পালন করা হয়। হাজার হাজার ভক্ত সমাগম হয়। আমার সকলের কাছে একটাই অনুরোধ – যা করবেন ভেবেচিন্তে করবেন। খুব সাবধানে চলবেন। সবসময় মাস্ক ব্যবহার করবেন। হাত স্যানিটাইজ করবেন। করোনার সমস্ত বিধি মেনে চলবেন। নিজের খেয়াল রাখবেন। অন্যদেরও খেয়াল রাখবেন।”
অনেকের বাড়িতে ছোট্ট গোপাল কিংবা কৃষ্ণ মূর্তি থাকে। সেখানে পুজো হয়। মালপোয়া, নাড়ু, এমনকী আইসক্রিম, চকোলেট দিয়েও পুজো হয় গোপালের। অনেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। হিন্দু ধর্ম অনুযায়ী, বিষ্ণু দেবের অষ্টম অবতারের নাম শ্রী কৃষ্ণ। শাস্ত্র বলে, ধর্ম স্থাপনা করতেই জন্ম হয়েছিল গোপালের। জন্মাষ্টমী রূপে দিনটি পালিত হয় প্রতি বছর। গোকুলাষ্টমী নামেও কিছু জায়গায় এই দিনটি পরিচিত।
আরও পড়ুন: তাঁদের কাছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র! দেখুন সৌন্দর্যের সঙ্গে বয়স বেড়েছে কাদের