প্রেম হয়েছিল ওঁদের, সে প্রেম টেঁকেনি… কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে আজও… সে স্মৃতি ভোলা যায় না, সে প্রেম ভুলতে চাওয়া অসম্ভব। এমনই এক না ভোলা প্রেমের গান নিয়ে দর্শকের দরবারের হাজির হলেন গায়ক স্মার্ত মজুমদার। গানের নাম কিছু কিছু কথা। ইতিমধ্যেই জাস্ট স্টুডিয়ো ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এই গান।
ভাঙা মন, আর চোখের জলের শুকনো দাগের এই বিচ্ছেদের গানে সুর দিয়েছেন দেবজিৎ রায়। গানটি লিখেছেন সৈকত কুন্ডু। মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে বলিউডের চেনা মুখ মানব সাচদেব ও টলিউডের পায়েল মুখোপাধ্যায়কে। মানব ও পায়েলের কেমিস্ট্রি ও স্মার্তর গলায় এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পেয়েছে ইতিবাচক রিভিউ। সম্পর্কের উষ্ণতার প্রতি ধাপ অনায়াসেই পার করেছেন মানব-পায়েল জুটি।
মিউজিক ভিডিয়োটির পরিচালনায় রয়েছেন সুচন্দ্রা ভানিয়া চন্দ্রোদয় পাল। তাই বৃষ্টি ভেজা দিনে যদি হঠাৎই মনে পড়ে সেই মানুষটিকে, মনে পড়া যায় এমন এক দিনের কথা যে দিনে ‘কিছু কথা’ বলা হয়নি, বা বলা হয়েও উঠবে না কোনওদিন তবে ইউটিউবে এই গানটি আপনার সঙ্গী হতেই পারে।
রইল লিঙ্ক…
প্রেম হয়েছিল ওঁদের, সে প্রেম টেঁকেনি… কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে আজও… সে স্মৃতি ভোলা যায় না, সে প্রেম ভুলতে চাওয়া অসম্ভব। এমনই এক না ভোলা প্রেমের গান নিয়ে দর্শকের দরবারের হাজির হলেন গায়ক স্মার্ত মজুমদার। গানের নাম কিছু কিছু কথা। ইতিমধ্যেই জাস্ট স্টুডিয়ো ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এই গান।
ভাঙা মন, আর চোখের জলের শুকনো দাগের এই বিচ্ছেদের গানে সুর দিয়েছেন দেবজিৎ রায়। গানটি লিখেছেন সৈকত কুন্ডু। মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে বলিউডের চেনা মুখ মানব সাচদেব ও টলিউডের পায়েল মুখোপাধ্যায়কে। মানব ও পায়েলের কেমিস্ট্রি ও স্মার্তর গলায় এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পেয়েছে ইতিবাচক রিভিউ। সম্পর্কের উষ্ণতার প্রতি ধাপ অনায়াসেই পার করেছেন মানব-পায়েল জুটি।
মিউজিক ভিডিয়োটির পরিচালনায় রয়েছেন সুচন্দ্রা ভানিয়া চন্দ্রোদয় পাল। তাই বৃষ্টি ভেজা দিনে যদি হঠাৎই মনে পড়ে সেই মানুষটিকে, মনে পড়া যায় এমন এক দিনের কথা যে দিনে ‘কিছু কথা’ বলা হয়নি, বা বলা হয়েও উঠবে না কোনওদিন তবে ইউটিউবে এই গানটি আপনার সঙ্গী হতেই পারে।
রইল লিঙ্ক…