২০২৩ সালে বাংলায় অন্যতম জনপ্রিয় গান পাখিদের স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিভিন্ন ভিডিয়োর সঙ্গে এই গান নজরে আসে। গেয়েছেন ইমন চক্রবর্তী। দেবালয় পরিচালিত ওটিটি সিরিজ ইন্দুবালার ভাতের হোটেল থেকে এই গান সকলের মন ছুঁয়েছে, এবার সেই গানে শ্রোতাদের মন জয় করে মুগ্ধ ইমন। মাঝে মধ্যেই নানা কনসার্ট করে থাকেন শিল্পীরা। যার মধ্যে নানা প্রকার বাধাও সৃষ্টি হতে দেখা যায়। যার মধ্যে অন্যতম হল কারেন্ট চলে যাওয়া। বদ্ধ হলঘরে এই গরমের মধ্যে অনুষ্ঠান চলাকালিন যদি কারেন্ট চলে যায়, তবে সত্যি কথা বলতে অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জের হয়ে যায়। তবে এবার আর চ্যালেঞ্জ নয়, সেই ভয়াবহ মমহূর্তটাকেই স্মৃতি করে তুলল হলদিয়া কলেজের পড়ুয়ারা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে ইমন চক্রবর্তী লিখলেন, ‘হলদিয়া কলেজের প্রোগ্রামে আমার “পাখিদের স্মৃতি” গানের মাঝেই হঠাৎ বাইরে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সাথে অফ হয়ে যায় কারেন্ট। গোটা অডিটরিয়াম যখন অন্ধকারে আচ্ছন্ন…সেই সময় দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তার শিল্পী কে আলো দেয়, এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারেনা একজন শিল্পীর কাছে। যেকোনো গানকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিতে প্রতিটি দর্শকের একটা ভূমিকা থেকে। প্রত্যেকের যে “পাখিদের স্মৃতি” গানটা ভালো লেগেছে সেটা আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এরম ভাবেই প্রত্যেকটি শিল্পী যানো তাদের দর্শকের কাছে এই ভালোবাসা পায় ❤️।’
ভিডিয়োতে দেখা যায়, সকলেই ইমনকে অনুপ্রাণিত করার জন্য নিজের ফোনের ফ্ল্যাসলাইট জানিয়ে দিয়েছিলেন। যা দেখে মুগ্ধ হয়ে যায় ইমন। সকলে তালে তালে যেভাবে ইমনের সঙ্গে এদিন সংগত দিলেন, তিনি দেখে অবাক। কারও মধ্যে কোনও বিরক্ত নেই. কেউ প্রতিবাদ জানাচ্ছে না, অনুষ্ঠান ছেড়ে চলেও যাচ্ছে না, তারই মাঝে সকলকে খুশি করলে গেয়েই চলেছেন ইমন। ভিডিয়ো শেয়ার হতেই ভালবাসায় ভরালেন ভক্তরা।